Two Lost Hands Transplanted : চিকিৎসাবিদ্যার চমৎকার! বারো বছর আগে বাদ যাওয়া দু হাত নতুন করে প্রতিস্থাপন করলেন মুম্বইয়ের চিকিৎসকরা

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চিকিৎসা বিদ্যার চমৎকার না অলৌকিক কাণ্ড! বছর বারো আগে তাঁর কাঁধ থেকে দুটি হাত ছিল না (Young Man Lost Two Hands) কার্যত পঙ্গু ও পরের ওপর নির্ভরশীল হয়েই দিন কাটাতে হতো রাজস্থানের আজমিরের প্রেমা রামকে। কিন্তু চিকিৎসাবিদ্যার চমৎকারে তাঁর সেই খোওয়া যাওয়া হাত ফিরে পেয়েছেন তিনি,(Two Lost Hands Transplanted) যা একরকম অসম্ভবই ছিল। বারো বছর আগে খেতে কাজ করতে গিয়ে বিদ্যুতের পোলের সঙ্গে তাঁর আচমকাই ধাক্কা লাগে। দুটি হাতই বীভৎসভাবে পুড়ে যায়। তাঁকে গুরুতর জখম অবস্থায় আজমিরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর জীবন বাঁচাতে চিকিৎসকরা তাঁর দুটি হাত বাদ দেওয়ার পরামর্শ দেন। এরপর প্রেমা রামের পরিবারের লোকজনেরা তাঁকে জয়পুরের হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা একই পরামর্শ দেন। দুটি হাত বাদ দেওয়ার পর প্রেমা রামের পরিবারের লোকেরা কৃত্রিম হাতের জন্য প্রাণপণ চেষ্টা চালান। কিন্তু কৃত্রিম হাত লাগানো হলেও সেই হাত দুটির সাহায্যে কোনও ধরণের কাজ করার ক্ষমতা মতো ছিল না। ফলে তিনি কার্যত পঙ্গু ও পরনির্ভরশীল হয়ে পড়েন। 


তাঁর বাড়ির লোকেরা প্রতিদিনকার কাজে তাঁকে সাহায্য করে আসছিলেন। বছর বারো আগে এ দেশে কাঁধ থেকে হাত প্রতিস্থাপন একরকম অসম্ভবই ছিল। মনে মনে আশা করতেন একদিন তাঁর এই দুঃখ ঘুচবে। ওই অবস্থায় পড়াশোনাও চালিয়ে যান তিনি। প্রেমা রামের বাবা ইউরোপেও এ ব্যাপারে খোঁজ করেছিলেন। কিন্তু সেখানে খরচ শুনে পিছিয়ে যান তিনি। তবে আশা ছাড়েননি প্রেমা রাম। একদিন জানতে পারেন মুম্বইয়ে গ্লোবাল হসপিটালে হাত প্রতিস্থাপন করা হয়। ২০২২ সালে অক্টোবরে সেখানে তাঁর নাম নথিভুক্ত করা হয়। এরপর সেখানে অসাধ্যসাধন করেন প্লাস্টিক, হ্যান্ড অ্যান্ড রিকনস্ট্রাকটিভ মাইক্রোসার্জারি ও ট্রান্সপ্লান্ট সার্জারির প্রধান ড. নীলেশ জি সৎভাইয়ের নেতৃত্বে মেডিকেল টিম। তিনি জানান, ছেলেটিকে দেখে মনে হয়েছিল সে এক যুগেরও বেশি সময় ধরে একজোড়া নতুন হাতের আশায় রয়েছে। সৌভাগ্যক্রমে দাতার কাছ থেকে পাওয়া দুটি হাতের সঙ্গে ছেলেটির হাতের সাইজ ও রং মিলে গিয়েছিল। এবং এর আগে ইউরোপে একজোড়া হাত প্রতিস্থাপন করা সম্ভব হয়েছিল। এটিই এশিয়ার প্রথম এক জোড়া হাত প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে। ফেব্রুয়ারির ন তারিখে ১৬ ঘণ্টা ধরে অপরিসীম ধৈর্যের সঙ্গে চিকিৎসকরা প্রেমা রামের দুটি হাত প্রতিস্থাপন করেন, যা ভারতের চিকিৎসাবিদ্যার ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলেই চিহ্নিত। বারো বছর আগে দুই হাত খোওয়ানো প্রেমার দুটি হাত আবার আগের মতোই স্বাভাবিক ও সক্রিয়। সে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!