Life Threat Email To Salman Khan : এবার ধামাকা হবে, সলমন খানকে হুমকি মেল, রাজস্থান থেকে গ্রেফতার যুবক

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বলিউড অভিনেতা সলমন খানকে (Life Threat Email To Salman Khan) হুমকি দিয়ে ইমেল পাঠানোর অভিযোগে রাজস্থান থেকে একুশ বছরের এক যুবককে ( One Arrested From Rajasthan) গ্রেফতার করল বরোদা থানার পুলিশ। গ্রেফতারের পর তাকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। অভিযুক্তের নাম ধাকাড রাম বিশনয়। বাড়ি রোহিচা কালান গ্রামের সিয়াগোন কি ধানিতে। গ্রামটি যোধপুরে লোনির থানার অধীনে পড়ে। অস্ত্র আইন মামলায় অভিযুক্ত যুবক এই মুহূর্তে জামিনে রয়েছে। যোধপুরের (পশ্চিম)-এর ডিসিপি গৌরব যাদব জানান মুম্বইয়ের বান্দ্রা থানার পুলিশের একটি দল রবিবার বিশনয়কে গ্রেফতার করতে এখানে এসেছিল। তারা অভিযুক্তকে গ্রেফতার করার ব্যাপারে তাঁদের সাহায্য করার অনুরোধ করেছিল। অভিযুক্তকে গ্রেফতার করে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি বান্দ্রার প্রশান্ত গুঞ্জলকর, যিনি একটি আর্টিস্ট ম্যানেজমেন্ট সংস্থা চালান তিনি বান্দ্রা থানায় এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। 


অভিযোগকারী প্রশান্ত প্রায়ই সলমনের বান্দ্রার বাড়িতে যান। পুলিশ জানিয়েছে সম্প্রতি অভিযোগকারী প্রশান্ত যখন সলমনের গ্ল্যাকাক্সি অ্যাপার্টমেনেটের অফিসে গিয়েছিলেন, তখন তিনি জানতে পারেন রোহিত গর্গ নামে একটি অ্যাকাউন্ট থেকে একটি ইমেল এসেছে। হিন্দিতে লেখা ওই চিঠিতে লেখা গোল্ডি ভাই(গ্যাংস্টার গোল্ডি ব্রার) সলমন খানের সঙ্গে মুখোমুখি বসে ঝামেলাটা মিটিয়ে দিতে চায়। এবার কিছু চমকে যাওয়া ঘটনা দেখতে পাবেন সলমন। বিষয়টি নিয়ে পুলিশ পুংখানুপুঙ্ক্ষ তদন্ত করে অভিযুক্ত সম্পর্কে যাবতীয় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে। এরপর অভিযুক্তের খোঁজে পুলিশের একটি দল রাজস্থানে যায়। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। হুমকি মেল পাওয়ার পর মুম্বই পুলিশ গ্যাংস্টার লরেন্স বিশনয় ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে একটি অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় এফআইআর দায়ের করে। এ ছাড়া আরও একাধিক ভারতীয় দণ্ডবিধির অধীনে মামলা করা হয়। প্রসঙ্গত, এর আগে কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় সলমনকে হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিশনয়। সেই ঘটনায় লরেন্সকে গ্রেফতারও করে পুলিশ।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!