A New Born Baby Died: অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাতে এসে পুলিশের বুটের চাপে সদ্যোজাত শিশুর মৃত্যুর অভিযোগ!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অভিযুক্তদের ধরার জন্য তাদের ঘরে তল্লাশি চালানোর সময় পুলিশর বুটের তলায় পড়ে মৃত্যু হল এক চারদিনের শিশুর (A New Born Baby Died)। এমন অভিযোগে উত্তাল ঝাড়খণ্ডের গিরিডির কোশোডিঙ্গি গ্রাম। এমন অমানবিক ঘটনায় রীতিমতো নড়েচড়ে বসেছে হেমন্ত সোরেন সরকার। তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন (Jharhand CM Ordered Probe)। ঘটনাটি ঘটেছে বুধবার। একটি মামলায় দুই অভিযুক্তের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Court Issued Non-Bailable Warrant) জারি করে আদালত। আদালতের নির্দেশে ওই দুই অভিযুক্তের বাড়িতে যায় কয়েকজন পুলিশ। অভিযুক্তদের খোঁজ পেতে রাতে তিনটের পর তাদের বাড়িতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হয়। অভিযোগ,তল্লাশি চালানোর সময় পুলিশ সারাঘরে রীতিমতো তাণ্ডব চালায়। সেইসময় ঘুমিয়ে থাকা সদ্যোজাত শিশুটিকে বুট দিয়ে চাপা দেয় পুলিশ। পুলিশের ভারী বুটের চাপে মৃত্যু হয় ওই নবজাতকের।
গিরিডির এসপি জানিয়েছেন, প্রাথমিক
তদন্তে শিশুটির দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। দেহটি ময়নাতদন্তের
জন্য পাঠানো হয়েছে। তিনি জানান ময়না তদন্তের রিপোর্ট আসার পর কী ঘটেছিল তা জানা
সম্ভব হবে। তিনি জানান একজন ম্যাজিস্ট্রেটের অধীনে ভিডিওগ্রাফির মাধ্যমে অটোপ্সি
করা হবে। এখনও পর্যন্ত কোনও পুলিশ কর্মী ওই ঘটনায় যুক্ত কিনা,তা জানা যায়নি। যদি
অভিযোগ প্রমাণিত হয়, তাহলে দোষীকে কোনও অবস্থাতেই ছাড়া হবে না। এসপি জানান চার
থেকে পাঁচজন পুলিশকর্মী জামিন অযোগ্য পরোয়ানা নিয়ে ওই শিশুর ঠাকুরদা ভূষণ পাণ্ডে
ও আরেকজনকে গ্রেফতার করতে গিয়েছিল। ঘটনাটির ভিডিও ভাইরাল হওয়ার পর মুখ্যমন্ত্রী
হেমন্ত সোরেন তদন্তের নির্দেশ দিয়েছে। ভিডিওয় ভূষণকে বলতে শোনা যায় রাত তিনটে
কুড়ি নাগাদ পুলিশ তাদের খোঁজে আসে। দরজা খোলা না পেয়ে জোর করে দরজা ভেঙে
ঢোকে। ভূষণ পালিয়ে যায়। বাড়ির লোকেরাও পালায়। পুলিশ ঘরে ঢুকে তল্লাশি চালাতে
থাকে। মেঝেতে তার চারদিনের নাতি ঘুমিয়েছিল। পুলিশের বুটের চাপে তার মৃত্যু হয়।
.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন