Altercation Between Two Colleagues : অফিসে চেয়ারে বসা নিয়ে বচসা,গুরুগ্রামে সহকর্মীকে গুলি!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অফিসে চেয়ারে বসা নিয়ে দুই সহকর্মীর মধ্যে বচসা (Altercation Between Two Colleagues)। আর তার জেরে সহকর্মীকে গুলি করল অফিসের এক কর্মী (Fired On Colleagues)। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের একটি আর্থিক সংস্থায়। গুলিবিদ্ধ সহকর্মীর বাড়ি ফিরোজ গান্ধী কলোনিতে। নাম বিশাল। গুরুতর জখম অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সহকর্মীর নাম আমন জাংরা। দুজনে পয়সাবাজারে কর্মরত। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বাড়ি হরিয়ানার হিসারে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। জখম বিশাল জানিয়েছে মঙ্গলবার অফিসে একটি চেয়ারে বসা নিয়ে তার সঙ্গে আমনের বচসা হয়। সেদিন গণ্ডগোল বেশিদূর এগোয়নি।
পরের দিন বুধবারও আবার চেয়ারে বসা নিয়ে আমনের সঙ্গে বচসা বাধে। তারপর সে
অফিস ছেড়ে চলে যায়। এরপর রাস্তা দিয়ে হাঁটার সময় আমন পেছন থেকে এসে পিস্তল বের
করে তার ওপর গুলি চালায়। তারপর পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে তারা সিসিটিভি ফুটেজ
দেখে অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে। শীঘ্রই আমন ধরা পড়বে। তার খোঁজে তল্লাশি
চালানো হচ্ছে। বুধবার গুলি চালানোর খবর পেয়ে পুলিশ সঙ্গেসঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়।
আহত বিশালকে তারাই হাসপাতালে নিয়ে যায়। বিশালের পরিবারের লোকজনদের ঘটনার কথা
জানানো হয়। তার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারা ও অস্ত্র
আইনে মামলা রুজু করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন