Opposition Unity Call By Mamata : রাহুল গান্ধী ইস্যুতে বিরোধী ঐক্যের ডাক মমতার, কতটা চাপে বিজেপি?

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কিছুদিন আগে তিনি দাবি করেছিলেন ২৪শের লোকসভা ভোটে একাই লড়বে তাঁর দল (Solo Fight) কিন্তু সাংসদপদ থেকে রাহুল গান্ধীর (Disqualification Of Rahul Gandhi) অপসারণের পর পুরনো অবস্থান থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে সেই তৃণমূল নেত্রীর মুখে এখন বিরোধী ঐক্যের সুর (Opposition Unity Call By Mamata) বুধবার ধর্না মঞ্চ থেকে দেশ থেকে বিজেপিকে বিসর্জন দেওয়ার ডাক দিলেন কংগ্রেসের পয়লা নম্বর কড়া সমালোচক মমতা। আওয়াজ তুললেন বিরোধীদের একজোট হতে হবে। এর আগে প্রধানমন্ত্রী মোদীর পদবি মামলায় সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের কড়া সমালোচনা করেছিলেন তৃণমূল নেত্রী। তারপরই বুধবার কলকাতায় ধর্নামঞ্চ থেকে বিজেপিকে কেন্দ্র থেকে উৎখাত করতে বিরোধীদের এককাট্টা হওয়ার আহ্বান জানান। এমনকী তাঁর দল যে বিজেপি বিরোধিতায় কংগ্রেসের পাশে রয়েছে, তার বার্তা দিতে রাহুল ইস্যুতে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগের সভায় দুই সাংসদকে পাঠান। 

ধর্নামঞ্চে বিজেপির কড়া সমালোচনা করে তাদের ওয়াশিং মেশিন বলেও বর্ণনা করেন। প্রতীকী প্রতিবাদ হিসেবে ধর্নামঞ্চে একটি ওয়াশিং মেশিনের মডেল এনে কালো কাপড় দিয়ে সাদা কাপড় বের করে সবাইকে দেখান। মমতা বলেন, বিজেপিকে উৎখাত করতে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করা উচিত বিরোধীদের। তিনি বলেন দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করতে হবে। দুর্যোধনকে দূর করে গণতন্ত্রকে বাঁচাতে হবে। দেশের দরিদ্র মানুষদের বাঁচাতে হবে। সাংসদ পদ থেকে রাহুল গান্ধীকে সরানোর পর তৃণমূল নেত্রী টুইট করে জানিয়েছিলেন, মোদীর আধুনিক ভারতে বিজেপির মূল নিশানা বিরোধীরা। যেক্ষেত্রে অপরাধ,কুকর্মের ইতিহাস থাকা সত্ত্বেও বিজেপি নেতারা মন্ত্রিসভা আলো করে আছেন। আর বিরোধী নেতারা মন্তব্য করলেই সাংসদপদ খারিজ করে দেওয়া হচ্ছে। 

আজকের দিনে গণতন্ত্র তলানিতে এসে ঠেকেছে। কিছুদিন আগেও যে তৃণমূল কংগ্রেস বিজেপির মতো কংগ্রেসের বিরুদ্ধেও সমান রণংদেহি মূর্তি নিয়েছিল, রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের পর সেই ঘাসফুল শিবির রাতারাতি অবস্থান পাল্টে ফেলে বিরোধী ঐক্যের ডাক দিয়েছে, যা লোকসভা ভোটের আগে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাহুলের সাংসদপদ থেকে অপসারণের পর তৃণমূল কংগ্রেসের পাশাপাশি আপ থেকে শুরু করে এসপি, আরজেডি,বিআরএস,ডিএমকে-সহ সমস্ত বিরোধীরাই একই মঞ্চে হাজির হয়েছে। এই ঐক্যের ফল পেতে গেলে বিরোধীরা লোকসভা ভোটের আগে কতটা তৎপর হয়, এখন সেটাই দেখার।    

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!