Poster Campaign Against Modi: মোদীর বিরুদ্ধে পোস্টার অভিযান, গুজরাতে গ্রেফতার আপের আট কর্মী
টুইট করে গুজরাতের
আপ প্রধান জানান বিজেপির স্বৈরতন্ত্রের দিকে লক্ষ্য রাখুন। গুজরাতে মোদী হটাও,দেশ
বাঁচাও পোস্টার অভিযানে আম আদমি কর্মীদের বিভিন্ন ধারায় মামলা রুজু করে জেলে পোরা
হয়েছে। মোদী ও বিজেপি যদি ভয় না পেয়ে থাকে,তাহলে এটা কি! তারা যেরকম চাইছে,তেমনই
চেষ্টা করে যাক। আপের কর্মীরা লড়াই চালিয়ে যাবে। তাদের মোদী হটাও, দেশ বাঁচাও
প্রচার অভিযান ভারত জুড়ে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরেজি,হিন্দি, ও উর্দুর
পাশাপাশি গুজরাতি, পঞ্জাবি, তেলুগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালয়ালম ও মারাঠিতেও
শুরু হয়েছে। গত সপ্তাহে মোদীকে নিশানা করে দেশের রাজধানীর শহরগুলিতে কয়েক হাজার
পোস্টার সাঁটা হয়। এরপরই ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়। ৪৯টি এফআইআর দায়ের হয়।
গ্রেফতার করা হয় ছজনকে। তাঁদের মধ্যে দুজন ছাপা খানার মালিক। দিল্লি পুলিশ জানায়
সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পোস্টারগুলিতে আইন মোতাবেক ছাপাখানার নাম দেওয়া
হয়নি। এ কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির ব্যাপারে প্রতিক্রিয়া
জানাতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন স্বাধীনতা সংগ্রামের
সময়ও ব্রিটিশদের বিরুদ্ধে পোস্টার লাগানোর জন্য কারোকে গ্রেফতার করা হয়নি। এফআইআরও
করেনি ব্রিটিশ পুলিশ।

This is unbelievable. What is happening. Where is the Constitutional Right.
উত্তরমুছুন