Director Of Kashmir Files : পশ্চিমবঙ্গে এখন অনেক মিনি কাশ্মীর রয়েছে, মমতাকে নিশানা করে বিস্ফোরক কাশ্মীর ফাইলস ছবির পরিচালক!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিতর্কিত ছবি কাশ্মীর ফাইলসের পরিচালকের (Director Of Kashmir Files) নিশানায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিস্ফোরক মন্তব্য, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অনেক মিনি কাশ্মীর রয়েছে (Mini Kashmir In Bengal)। কাশ্মীর থেকে বেঙ্গল শীর্ষক আলোচনায় কাশ্মীর ফাইলসের পরিচালক এখানেই থেমে থাকেননি। বলেন, পশ্চিমবঙ্গ এখন পাঁচটি সি-এর ওপর দাঁড়িয়ে আছে। সেই পাঁচটি সি হল-করাপশান, সাম্প্রদায়িক হিংসা, শস্তা প্রচার,চুটপা ও চামচাগিরি। তিনি বলেন একটা সময় তাঁর মা তাঁকে বলতেন তুমি যদি দেশকে পাল্টাতে পারে, এমন মানুষজনদের সঙ্গে দেখা করতে চাও, তাহলে বাংলায় যাও। কিন্তু তাঁর স্পষ্ট মনে আছে তাঁর ছবি বুদ্ধের জন্য ট্রাফিক জ্যামে তাঁকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল।
কাশ্মীর ফাইলসের পরিচালক আরও বলেন তাঁর পরের ছবির জন্য গবেষণা করার
জন্য কয়েকজন গবেষককে এখানে মানুষজনদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বাংলা কাশ্মীর
হয়ে ওঠার আগে তিনি পশ্চিমবঙ্গ নিয়ে কাহিনি মানুষের সামনে তুলে ধরতে চান। ছবিতে
তিনি দেখাবেন বাংলায় রাজনীতি কীভাবে তলানিতে এসে পৌঁছেছে। রীতিমতো অভিযোগের সুরে
অগ্নিহোত্রী জানান তিনি বাংলায় স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারেন না। এ রাজ্যের
মুখ্যমন্ত্রী বাংলায় হিংসা থামাতে ব্যর্থ হয়েছেন। যদিও কাশ্মীর ফাইলসের পরিচালকের
এই বক্তব্য মানতে নারাজ অনেকেই। তাঁদের মতে, এ রাজ্য বিজেপি শাসিত উত্তরপ্রদেশ বা
কাশ্মীর হয়ে যায়নি। এখনও সেখানে প্রতিদিনই হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। সে তুলনায়
বাংলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তই রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন