A Woman Killed Three Students : শিশুদের কনভেন্ট স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি মার্কিন যুবতীর, গুলিতে নিহত তিন শিশু-সহ সাত

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের বন্দুকবাজির সাক্ষী হল আমেরিকা (Mass Shooting In US)। সেদেশের টেনেসের ন্যাশভিলে একটি বেসরকারি শিশুদের স্কুলে ঢুকে তিন শিশু ও চারজন কর্মীকে গুলি করে খুন করল আঠাশ বছরের এক যুবতী ( A Woman Killed Three Students)। ঘাতক যুবতী ওই স্কুলের প্রাক্তন ছাত্রী বলে জানা গিয়েছে। পুলিশ পাল্টা গুলি চালিয়ে ওই তাকেও মেরে ফেলে। দুটি অ্যাসল্ট রাইফেল ও একটি হ্যান্ডগান নিয়ে ওই যুবতী ক্রিশ্চান কনভেন্ট স্কুলের পাশের একটি দরজা দিয়ে ঢুকে নির্বিচারে গুলি চালায় বলে ন্যাশভিলের পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় তিনটের সময় জরুরি খবর পেয়ে পুলিশ পনেরো মিনিটের মধ্যে সেই স্কুলে যায়। ওই বন্দুকবাজ যুবতীকে পাল্টা গুলি চালিয়ে তারা খতম করে। তবে খুনের কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশায় পুলিশ।

 ন্যাশভিলের পুলিশ জানিয়েছে স্কুলের ভেতর থাকা তিন ছাত্র ও তিনজন কর্মীকে পরপর গুলি চালিয়ে খুন করা হয়েছে। তবে বাকিরা সবাই অক্ষত রয়েছে। বেঁচে যাওয়া পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কনভেন্ট স্কুলটিতে শ দুয়েক ছাত্র পড়ে। তাদের বয়েস বারোর মধ্যে। গুলি চালনার ঘটনায় গুলিচালনার সাক্ষী পড়ুয়া ও কর্মীদের মানসিক শক মোকাবিলায় চিকিৎসা করা হয়। স্কুলে গুলি চালানোর ঘটনা আমেরিকায় নতুন নয়। সাম্প্রতিক কয়েকবছরে চোরাগোপ্তাভাবে অস্ত্রের চালান ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। তবে মহিলা বন্দুকবাজের সংখ্যা খুবই বিরল। স্কুলে বন্দুকবাজির সাম্প্রতিক ঘটনাকে হোয়াইট হাউস হৃদয় বিদারক বলে বর্ণনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অ্যাসল্ট বন্দুক নিষিদ্ধ করা নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগকে সমর্থনের জন্য রিপাবলিকানদের সমর্থন করার ডাক দিয়েছে হোয়াইট হাউস। এই গুলি চালনার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু প্রশাসনিক কর্তা তাঁদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সেনেটর বিল হ্যাগের্টি টুইট করে জানিয়েছেন কনভেন্ট স্কুলের এই ঘটনায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর আগে বন্দুকবাজের গুলিতে ১৯জন ছাত্রের মৃত্যু হয়েছিল আমেরিকায়। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!