A Woman Killed Three Students : শিশুদের কনভেন্ট স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি মার্কিন যুবতীর, গুলিতে নিহত তিন শিশু-সহ সাত
ন্যাশভিলের পুলিশ
জানিয়েছে স্কুলের ভেতর থাকা তিন ছাত্র ও তিনজন কর্মীকে পরপর গুলি চালিয়ে খুন করা
হয়েছে। তবে বাকিরা সবাই অক্ষত রয়েছে। বেঁচে যাওয়া পড়ুয়াদের নিরাপদে সরিয়ে নেওয়া
হয়। কনভেন্ট স্কুলটিতে শ দুয়েক ছাত্র পড়ে। তাদের বয়েস বারোর মধ্যে। গুলি চালনার
ঘটনায় গুলিচালনার সাক্ষী পড়ুয়া ও কর্মীদের মানসিক শক মোকাবিলায় চিকিৎসা করা হয়।
স্কুলে গুলি চালানোর ঘটনা আমেরিকায় নতুন নয়। সাম্প্রতিক কয়েকবছরে
চোরাগোপ্তাভাবে অস্ত্রের চালান ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। তবে মহিলা বন্দুকবাজের
সংখ্যা খুবই বিরল। স্কুলে বন্দুকবাজির সাম্প্রতিক ঘটনাকে হোয়াইট হাউস হৃদয় বিদারক
বলে বর্ণনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অ্যাসল্ট বন্দুক নিষিদ্ধ করা
নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগকে সমর্থনের জন্য রিপাবলিকানদের সমর্থন করার
ডাক দিয়েছে হোয়াইট হাউস। এই গুলি চালনার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বহু
প্রশাসনিক কর্তা তাঁদের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সেনেটর বিল হ্যাগের্টি টুইট
করে জানিয়েছেন কনভেন্ট স্কুলের এই ঘটনায় তাঁরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর আগে বন্দুকবাজের গুলিতে ১৯জন ছাত্রের মৃত্যু হয়েছিল আমেরিকায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন