Dearness Allowance Hiked By Central Government: কেন্দ্রের কর্মীদের ডিএ বাড়িয়ে দিল বিজেপি সরকার, চাপে পড়তে চলেছেন মমতা?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাজ্যে যখন ডিএ (Dearness Allowance Hiked By Central Government) নিয়ে আন্দোলনে নেমে রাজ্যের সরকারি কর্মীরা (Central Employees And Pension Holders) যখন একরকম সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পথে নেমেছে,তখন কেন্দ্রীয় সরকারের এক কোটি কর্মী ও পেনশনভোগীদের ডিএ বাড়াল কেন্দ্রের বিজেপি সরকার। এরফলে কেন্দ্রীয় সরকারের কর্মীদের মোট ৪২ শতাংশ ডিএ বাড়ল। এই ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন ডিএ বাড়ানোর জন্য কেন্দ্রকে বারো হাজার আটশো পনেরো কোটি খরচ করতে হবে। বাজারে জিনিসপত্রের ঊর্ধগতি মোকাবিলার জন্য সরকার তাদের কর্মী ও পেনশনভোগীদের ডিএ বাড়িয়ে থাকে। কেন্দ্রীয় কর্মীদের জন্য সাম্প্রতিকতম বাজার দরের সঙ্গে সাযুজ্য রেখে ডিএ-র হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। কেন্দ্র জানিয়েছে এ বছরের পয়লা জানুয়ারি থেকে নতুন ডিএ-র হার কার্যকর হবে। এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই সিদ্ধান্তের ফলে সাত চল্লিশ লক্ষ আটান্ন হাজার কর্মী ও উনসত্তর লক্ষ ছিয়াত্তর লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশক্রমে এই বৃদ্ধি করা হয়েছে। এদিকে রাজ্য সরকারের কর্মীরা বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আন্দোলনকারীদের মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন কোনওভাবেই তাঁদের ডিএ দেওয়া সম্ভব নয়। এমনকী
তিনি এও বলেন তাঁর মাথা কেটে নিলেও ডিএ দেওয়া যাবে না। এই পরিস্থিতিতে কেন্দ্রীয়
সরকারের ডিএ বাড়ানোর সিদ্ধান্ত রাজ্য সরকারকে চাপে ফেলে দিল বলেই মনে করা হচ্ছে।
রাজনৈতিক মহলের ধারণা, বিরোধী দল এই ইস্যুকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের
বিরুদ্ধে আক্রমণ শানাতে পথে নামতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে গোরু পাচার
কাণ্ড ও পুরসভার চাকরি দুর্নীতি নিয়ে বিব্রত তৃণমূল কংগ্রেস সরকার সেই আন্দোলন কীভাবে
মোকাবিলা করে, তা এখন দেখার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন