BJP In Trouble: কর্ণাটকে বিধানসভা ভোটের আগে ঘুষকাণ্ডে গ্রেফতার বিজেপি বিধায়ক, অস্বস্তিতে গেরুয়া শিবির
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কর্ণাটকে বিধানসভা ভোটের আগে অস্বস্তিতে বিজেপি (BJP In Trouble)। ঘুষ কাণ্ডে জামিনের আর্জি বাতিল হওয়ায় গ্রেফতার হলেন দলের বিধায়ক মাডাল বীরুপক্ষ (BJP Arrested)। সোমবার তাঁকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট কারখানায় চেয়ারম্যান থাকাকালীন ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, দাভানগিরি জেলার চান্নাগিরি থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত মাসে তাঁর হয়ে চল্লিশ লক্ষ টাকা ঘুষ নেওয়ায় গ্রেফতার করা হয় তাঁর ছেলে প্রশান্ত মাডালকে। ওই মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপি বিধায়কের। লোকায়ুক্ত পুলিশ জানিয়েছে কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্ট কারখানায় টেন্ডার পাওয়ার ব্যাপারে ওই ঘুষ দেওয়া হয়েছিল। ঘটনার তদন্ত করছে লোকায়ুক্ত পুলিশ। বিধায়কের বাড়ি থেকে হিসেব বহির্ভূত আট কোটি টাকা বাজেয়াপ্ত করার পর টাকার উৎস জানতে তদন্ত শুরু করে পুলিশ। বিজেপি বিধায়ক জানিয়েছিলেন ওই টাকা সুপারি বিক্রির টাকা। এরপরই তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন।
গত মাসে আগাম জামিন পাওয়ার পর বিজেপি বিধায়ককে
তাঁর শহরে বীরের সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টে
চ্যালেঞ্জ করা হলে শীর্ষ আদালত তাঁকে আদালতে হাজিরা দিয়ে জামিন বাতিলের নির্দেশের
বিরুদ্ধে লড়াই করার কথা জানায়। বিধায়ক অবশ্য দাবি করেছিলেন তিনি কোনও দুর্নীতিতে
জড়িত নন। তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে ফাঁসিয়েছে। ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা
পড়া তাঁর ছেলে পুরোপুরি নির্দোষ। কেউ ইচ্ছে করে ওই টাকা ছেলের অফিসে রেখে
গিয়েছিল। বিজেপি বিধায়কের দাবি এই মামলায় তিনি অবশ্যই মুক্তি পাবেন। তাঁর বাড়ি
থেকে টাকা পাওয়া মানেই তা দুর্নীতি নয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন