Filming Fellow Student Video: সাই হোস্টেলের ওয়াশরুমে সতীর্থ অ্যাথলিটের ভিডিও তুলে বহিষ্কৃত মহিলা অ্যাথলিট!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর সাইয়ের (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া) হোস্টেলের ওয়াশরুমে চুপিসারে ঢুকেছিল এক শিক্ষার্থী। তারপর ওয়াশরুমে সতীর্থ অ্যাথলিটের (Filming Fellow Student Video) ছবি তুলেছিল সে। চাঞ্চল্যকর বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল সাই কর্তৃপক্ষ (SAI Authority)। ওই মহিলা অ্যাথলিটকে বহিষ্কারও করেছে তারা। ঘটনার তদন্তে পরিচালক স্তরের অফিসারের নেতৃত্বে একটি অভ্যন্তরীণ কমিটি গড়া হয়েছে। এ ব্যাপারে সদর দফতরে শীঘ্র রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিষয়টি অনুধাবন করে গত উনত্রিশে মার্চ এ ধরণের কাজের জন্য এফআইআর করেছে সাই কর্তৃপক্ষ। পাশাপাশি অভিযুক্তকে সাসপেনশনের চিঠি ধরিয়ে হোস্টেল ছেড়ে চলে যেতে বলা হয়েছে। পুলিশের সবুজসঙ্কেত পেলে তাকে হোস্টেল থেকে বার করে দেওয়া হবে বলে সাই সূত্রে জানা গিয়েছে।
এক বিবৃতিতে সাই কর্তৃপক্ষ
জানিয়েছে বেঙ্গালুরুর মল্লাথাহল্লিতে সাই ডিপ্লোমা গার্লস হোস্টেলে ঘটা ঘটনাটি
তাদের নজরে এসেছে। কমন ওয়াশরুমে এক শিক্ষার্থী আরেক মহিলা সতীর্থের ছবি তুলেছে। ওই
বিশ্রি ঘটনাটি কর্তৃপক্ষের নজরে আসার পর একটি অভ্যন্তরীণ কমিটি গড়ে তদন্তের
সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটিকে যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে
থানায় অভিযোগ জানিয়েছে কর্তৃপক্ষ। হোস্টেল সূত্রের খবর ওই দুই মহিলা শিক্ষার্থীর
মধ্যে শত্রুতা ছিল। কেউ কারো সঙ্গে কথা বলতো। ওই শিক্ষার্থীকে হেনস্থা করতেই
ভিডিও তুলে তা ভাইরাল করতে চেয়েছিল অভিযুক্ত বলে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন