TMC Attended Congress Meeting : লোকসভা ভোটের আগে কংগ্রেসের কাছাকাছি হচ্ছে তৃণমূল? দিল্লির বৈঠকে আপ,সিপিএমের সঙ্গে হাজির ঘাসফুল শিবিরের সাংসদেরা
খারগে জানান গণতন্ত্রকে
রক্ষা করতে যারা এগিয়ে এসেছে, তাদের তাঁরা স্বাগত জানাচ্ছেন। খারগে জানান যাঁরা
তাঁদের সমর্থন জানিয়েছেন, তাঁদের সবাইকেই তাঁরা ধন্যবাদ জানাচ্ছেন। গতকালও যাঁরা
সমর্থক জানিয়েছিলেন, তাঁদের তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। যাঁরা গণতন্ত্র ও সংবিধান রক্ষা
ও সাধারণ মানুষের রক্ষাকবচ অটুট করার জন্য এগিয়ে এসেছেন, তাঁদের তাঁরা বৃদয় থেকে
কৃতজ্ঞতা জানাচ্ছেন। এদিন রাহুলের সাংসদপদ খারিজের প্রতিবাদে কংগ্রেসকর্মীরা কালো
পোশাক পরেন। তেলেঙ্গনায় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কেসি রাওয়ের ভারত-রাষ্ট্রীয়
সমিতি, উদ্ধব ঠাকরের শিবসেনার কর্মীরাও কালো পোশাক পরে এদিনের প্রতিবাদে সামিল
হন। যদিও গতকাল বিজেপি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে ক্ষমা চাওয়ার দাবির জেরে বীর
সাভারকরকে নিয়ে রাহুল মন্তব্য করায় উদ্ধব সাফ জানান এমন মন্তব্য করলে বিরোধী
ঐক্যে চিড় খাবে। এদিনের বৈঠকে আপ, ডিএমকে, এসপি,জেডইউ,সিপিএম, আরজেডি, তৃণমূল
কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস-সহ মোট সতেরোটি দল যোগ দেয়। কংগ্রেস ও সিপিএমের
সঙ্গে অস্বস্তিকর সম্পর্ক বজায় রাখা তৃণমূল কংগ্রেস শুরুতে রাহুল নিয়ে পরিমিত
নীরবতা বজায় রাখলেও আস্তে আস্তে এই ইস্যুতে তারা কংগ্রেসের প্রতি সহানভূতি দেখাতে
শুরু করে, যার ফল এদিন কংগ্রেসের ডাকা বৈঠকে অংশগ্রহণ। এর আগে কংগ্রেস থাকায় বিরোধী
বৈঠকে তৃণমূল কংগ্রেস অংশ নেয়নি। তবে এবার রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ ইস্যুতে
সেই দূরত্ব সরিয়ে বিজেপির “তানাশাহী”র
বিরুদ্ধে আগের অবস্থান থেকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে নতুন
করে বিরোধী ঐক্যের বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন