Daughter-In-Law Using Bed Sheet As Stretcher: স্ট্রেচার না পেয়ে বিছানার চাদরে টেনে জখম শ্বশুরকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন পুত্রবধূ!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দেশের বিভিন্ন হাসপাতালে ( Hospitals In India) চিকিৎসা পরিষেবার নানা অস্বস্তিকর ছবি আমাদের প্রায়শই বিব্রত করে থাকে (Mismanagements)। কোনও কোনও ঘটনা সরকারি হাসপাতালের ভেতরের ছবিটা সামনে নিয়ে আসে। মাস কয়েক আগে যোগীরাজ্যের সরকারি হাসপাতালে রোগীকে প্লাজমার বদলে ফলের রস দেওয়ার ঘটনা সামনে এসেছিল। অন্যদিকে গুরুতর জখম ব্যক্তির রক্ত হাসপাতালে ঘুরে বেড়ানো কুকুরের চেটে খাওয়ার ঘটনাও আলোড়ন জাগিয়েছিল। আর হাসপাতালের পরিষ্কার বিছানায় মজায় হাসপাতাল চত্বরে ঘুরে বেড়ানো কুকুরের ঘুমের দৃশ্যও ভাইরাল হয়েছিল। শুধু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশই নয়, অন্যান্য রাজ্যের সরকারি-বেসরকারি হাসপাতালের নানান অব্যবস্থার ঘটনাও আমাদের সন্ত্রস্ত করে ওঠে। এবারের ঘটনা সেই হাসপাতালকে নিয়েই।
মধ্যপ্রদেশের গোয়ালিয়রের একটি হাসপাতালের চরম অব্যবস্থার ছবি আমাদের সামনে হাজির
হয়েছে। গোয়ালিয়রের জিআরএমসি গোষ্ঠীর জন আরোগ্য হাসপাতালে দেখা গেল দুর্ঘটনায়
জখম শ্বশুরকে সেখানে নিয়ে এসে স্ট্রেচারের দেখা পাননি তাঁর পুত্রবধূ (Daughter-In-Law
Using Bed Sheet As Stretcher)। স্ট্রেচার না পেয়ে নিরুপায় হয়ে
পুত্রবধূ শ্বশুরকে বিছানার চাদরকে স্ট্রেচার বানিয়ে তাতে তাঁকে টানতে টানতে নিয়ে
গেলে হাসপাতালের চিকিৎসকের কাছে। দুর্ঘটনায় একটি পা গুরুতর জখম হয় শ্বশুরের।
কিন্তু হাসপাতালের এহেন হাল সে রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড়
করিয়ে দিয়েছে। ঘটনাটির ভিডিও গজরা রাজা মেডিকেল কলেজের ডিন ড. অক্ষয় নিগমের নজরে আসার
পর তিনি দোষীদের কড়া শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ডিনের দাবি হাসপাতালে
বিভিন্ন চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। হাসপাতালে ষাট থেকে সত্তরটি স্ট্রেচার
রয়েছে। হাসপাতালের দরজার সামনে বাড়তি দশটি স্ট্রেচার রাখা থাকে। রোগীদের সুবিধের
জন্য একটি হেল্প সেন্টার রয়েছে। তবে ঘটনাটি তিনি ভালোভাবে খোঁজখবর করবেন। যাতে এ
ধরণের ঘটনা আর না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন
তিনি। যদিও মেকশিফট স্ট্রেচারের জন্য ওই মহিলার প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে
হাসপাতালের এই ঘটনা রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধে নিয়ে হাসপাতালের দাবি যে
নেহাত কথার কথা, তা সামনে নিয়ে এসেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন