Abused Old Age Home Residents : বৃদ্ধ আবাসিকদের ওপর পাশবিক অত্যাচার, নবি মুম্বইয়ের বৃদ্ধাবাসে আবাসিকদের পেটালেন কর্মীরা!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বয়েস হলে সংসারের বোঝা না হয়ে অনেকই শান্তির খোঁজে বৃদ্ধাবাসের (Old Age Home) আশ্রয় নেন। অনেকেরই ছেলেমেয়ে কর্মব্যস্ত থাকায় ইচ্ছে থাকলেও বৃদ্ধ বাবা মাকে যত্ন করার সুযোগ পান না। আবার তাঁকে নিয়ে পরিবারে অশান্তির হাত থেকে নিস্কৃতি পেতে বৃদ্ধাবাসে থাকা মনস্থ করেন। তবে যাঁদের মোটামুটি আর্থিক সঙ্গতি রয়েছে, তাঁদের পক্ষেই বৃদ্ধাবাসে থাকা সম্ভব। তবে এইসব বয়স্ক মানুষের সংখ্যা কম নয়। ফলে বিভিন্ন রাজ্যে গড়ে উঠেছে বৃদ্ধাবাস। সারাজীবনে জমানো টাকার কিছু অংশ খরচ করে বাকি জীবন সেখানে কাটান অনেকেই। সেখানে খাওয়াদাওয়া,শরীর খারাপ হলে ওষুধ ডাক্তার, সময় কাটানোর উপকরণ থাকে, যা দিয়ে তাঁদের বাকি জীবনটা কেটে যায়। কিন্তু নবি মুম্বইয়ের (Navi Mumbai) এমন একটি বৃদ্ধাবাসে প্রবীণ আবাসিকদের (Abused Old Age Home Residents) সেখানকার কর্মীদের হেনস্থার ঘটনা সবাইকে শিউরে উঠতে বাধ্য করল।
বৃদ্ধাবাসে প্রবীণ মানুষদের হেনস্থার ঘটনা
টুইটারে পোস্ট করে সেখানকার ভেতরের ছবি সামনে নিয়ে এসেছেন এক ইউজার
। সোশ্যাল মিডিয়ায় নবি
মুম্বইয়ের সাই কেয়ার সেন্টার এয়ারোলির কর্মীদের হেনস্থা,অত্যাচারের ঘটনা ঘিরে
প্রবল হইচই শুরু হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে রাতে ঘুমোতে দেরি করায় এক প্রবীণ
মানুষকে অকথ্য অত্যাচার করা হচ্ছে। হুমকির পাশাপাশি মারধরও করছে কর্মীরা। ঘটনাটি
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নবি মুম্বই পুলিশকে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায়
পোস্ট করার পর নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। ইতিমধ্যে এক হাজারটি ভিউ হয়েছে। বহু
ইউজার টুইটটি রিটুইট করে তাঁদের উদ্বেগের কথা জানিয়ে ওই বৃদ্ধাবাসের লাইসেন্স
বাতিলের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন