Again Rapid Rise In Covid19 : লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, দেশজুড়ে ফের জারি হবে বিধিনিষেধ?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা (Again Rapid Rise In Covid19)। দেশের বিভিন্ন রাজ্যে নতুন করে উদ্বেগ বাড়াতে শুরু করেছে দু বছর আগেকার মারণ-ভাইরাসের সন্ত্রাস (Dreaded Virus)। ঢিমেতালে নয়, রীতিমতো দ্রুত গতিতে বাড়ছে কোভিডের হানা। এর জেরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (Indian Medical Association) জানিয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যেয় তারা এ নিয়ে জরুরি বৈঠকে বসছে। কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার পর এবার একদিনে ৯১৮জন কোভিডে আক্রান্ত হওয়ায় এই বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে আইএমএ। এখনও পর্যন্ত অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৫০টি, যা রীতিমতো উদ্বেগ বাড়িয়ে তুলেছে। রবিবার নতুন করে দেশজুড়ে কোভিড আক্রান্তের খবর পাওয়া গিয়েছে,যা গত চারমাসের মধ্যে সর্বোচ্চ। গত বছরের নভেম্বরের ৬ তারিখে এক হাজারের বেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল।
নতুন করে করোনার
বাড়বাড়ন্তে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সমস্ত রাজ্যের ক্ষেত্রে
পরিবর্তিত নির্দেশিকা জারি করেছে। মন্ত্রক পরিবর্তিত নির্দেশিকায় জানিয়েছে যতক্ষণ
না ব্যাকটেরিয়া নিয়ে মেডিকেল পরীক্ষায় সন্দেহ দৃঢ় হচ্ছে,ততক্ষণ অ্যান্টিবায়োটিক
ব্যবহার করা উচিত হবে না। অন্য সব সংক্রমণের সঙ্গে কোভিডের সংক্রমণের সম্ভাবনাকে
খতিয়ে দেখা হচ্ছে। সামান্য অসুস্থতায় সিস্টেমেটিক করটিকস্টারয়েডের কোনও ইঙ্গিত
পাওয়া যাচ্ছে না। পরিবর্তিত নির্দেশিকায় জানানো হয়েছে শারীরিক দূরত্ব, ইন্ডোরে
মাস্ক পরা ও স্যানিটাইজার দিয়ে হাত বারবার ধোয়া, উপসর্গ দেখা দিলে সেব্যাপারে
যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া, জ্বর এলে নজরদারি করা এবং চিকিৎসককে দেখানোর সময় অক্সিজেনের
মাত্রা খতিয়ে দেখার প্রয়োজন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন