Anti Modi Poster : দিল্লিতে মোদী বিরোধী কয়েক হাজার পোস্টার আটক, গ্রেফতার ছয়, স্বৈরতন্ত্রের অভিযোগ আপের

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মোদী বিরোধী পোস্টার (Anti Modi Poster) সাঁটলেই সোজা জেল। দেশে বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধীদের ফ্যাসিবাদী শোরগোলের মধ্যেই রাজধানী থেকে কয়েক হাজার মোদী বিরোধী পোস্টার মেলায় একশোটি এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ (Hundred FIRS Lodged)। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে ছজনকে (Six Arrested)। মোট এক লক্ষ মোদী বিরোধী পোস্টারের অর্ডার দেওয়া হয়ছিল বলে পুলিশ জানতে পেরেছে। মঙ্গলবার একটি ভ্যান আটক করে দিল্লি পুলিশ এবং বাজেয়াপ্ত করা হয়েছে দশ হাজারেরও বেশি পোস্টার। তবে কোন প্রেস থেকে পোস্টারগুলি ছাপা হয়েছে তা তাতে লেখা ছিল না। রাজধানীর বিভিন্ন অঞ্চলের দেওয়ালে মোদী হটাও,দেশ বাঁচাও পোস্টার পোস্টারগুলি ছিঁড়ে ফেলে পুলিশ। স্পেশাল পুলিশ কমিশনার দীপেন্দ্র পাঠক জানিয়েছেন দিল্লি পুলিশ ওই ঘটনায় একশোটি এফআইআর দায়ের করেছে। 


রাজধানীর বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটানোর দায়ে গ্রেফতার করা হয়েছে ছজনকে। তবে বাজেয়াপ্ত করা পোস্টারগুলি কোন প্রেস থেকে ছাপানো হয়েছে, তা লেখা নেই। প্রিন্টিং প্রেস অ্যাক্ট ও সম্পত্তি নষ্ট করার দায়ে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে আম আদমি পার্টির অফিস থেকে ভ্যানটি বেরোনোর পর সেটি আটক করা হয়। গ্রেফতার করা হয় কয়েকজনকে। এদিকে পুলিশি অভিযানের তীব্র নিন্দা করে আপ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ করেছে। ওই পোস্টারগুলিতে আপত্তিকর কী রয়েছে যে একশোটি এফআইআর করা হল,এই প্রশ্নও তুলেছে তারা। মোদীকে নিশানা করে তারা জানিয়েছে প্রধানমন্ত্রী জানেন না ভারত গণতান্ত্রিক দেশ। আর একারণেই তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এর আগে বিবিসি গুজরাত দাঙ্গা নিয়ে দু পর্বের তথ্যচিত্র সম্প্রচার করায় কেন্দ্রীয় সরকারের রোষে পড়ে। ইউটিউব ও টুইটারে ওই তথ্যচিত্র ব্লক করে দেওয়া হয়। এ নিয়ে দেশজুড়ে প্রবল বিতর্ক সৃষ্টি হয়। এরপর ব্রিটেনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী কেম্ব্রিজে ভাষণ দিতে গিয়ে ভারতে গণতন্ত্রের নাভিশ্বাস উঠেছে বলে অভিযোগ করেছিলেন। তা নিয়ে প্রবল প্রতিবাদ জানায় বিজেপি। পাশাপাশি মার্কিন ধনকুবের সোরসও ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভে ফেটে পড়ে শাসক দল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!