Clash Broke Out In Howrah: মমতার ধর্নার মধ্যেই রাম নবমীকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া,নামল রায়ট কন্ট্রোল পুলিশ
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার মধ্যেই রামনবমীতে দু পক্ষের মধ্যে সঙ্ঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল হাওড়া (Clash Broke Out In Howrah)। হিংসাত্মক হামলায় জ্বালানো হল একাধিক গাড়ি। চলল ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে নামানো হল রায়ট কন্ট্রোল ফোর্স (Riot Control Force)। এই ঘটনার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাকারীদের দেশের শত্রু বলে বর্ণনা করে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন দাঙ্গাকারীরা পরিণামের জন্য সতর্ক হোন। সোমবারই বিজেপি রামনবমীর দিন প্রতিবাদ বিক্ষোভের কথা ঘোষণা করার সমালোচনা করেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যাঁরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন, তাঁরা রামের জন্মদিন পালন করবেন। তাঁর অভিযোগ মুখ্যমন্ত্রী রামনবমীর দিন ছুটি ঘোষণার বদলে মিথ্যে দাবি জানিয়ে প্রতিবাদ-বিক্ষোভের কথা ঘোষণা করেছেন।
এদিন সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভক্তদের
শান্তিপূর্ণভাবে মিছিল করার আর্জি জানান। মমতা তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ থেকে
জানান তিনি রামনবমীর দিন যাঁরা মিছিল করছেন,তাঁদের সবাইকে শান্তিপূর্ণভাবে মিছিল
করার আর্জি জানাচ্ছেন। বুধবার কলকাতার রেড রোড এলারায় ড.বিআর আম্বেদকরের মূর্তির
সামনে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের প্রাপ্য টাকা নিয়ে বঞ্চনার প্রতিবাদ জানিয়ে
বিক্ষোভ অবস্থান করেন। এদিন কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দেশে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই
রামনবমী পালিত হয়। গুজরাতের ফতেপুরায় কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কেউ আহত
হননি। পুলিশ পাহারায় শান্তিপূর্ণভাবে মিছিল হয়। গতকাল বিকেলে মহারাষ্ট্রের
আউরঙ্গাবাদে একদল পুলিশের ওপর হামলা চালানো হয়। ছত্রপতি শম্ভাজি নগরে দু পক্ষের
মধ্যে সঙ্ঘর্য বাধে। সঙ্ঘর্ষ ঘটে কিরাদপুরায়, সেখানে একটি বিখ্যাত রামমন্দির
রয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন