Two Year Jail Term To Rahul Gandhi: মোদীর পদবি নিয়ে মন্তব্য, রাহুল গান্ধীকে দু বছরের কারাদণ্ডের নির্দেশ সুরাত আদালতের!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দিন কয়েক আগে দুয়ারে পুলিশের পর এবার আদালতের নির্দেশে দু বছরের জেলের সাজা (Two Year Jail Term To Rahul Gandhi)! ব্রিটেনে কেম্ব্রিজে ভারতের গণতন্ত্রের দমবন্ধ অবস্থা নিয়ে ভাষণ দেওয়ার পর থেকেই ত্র্যহস্পর্শ যোগ শুরু হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। এর আগে ভারত জোড়ো আন্দোলনের শেষে শ্রীনগরে ভাষণ দিতে গিয়ে মহিলারা যৌন হেনস্থার শিকার হচ্ছেন বলে জানিয়েছিলেন রাহুল (Complained Of Harassment Of Women In India)। তার জেরে ওই মন্তব্যের কারণ জানতে চেয়ে নোটিস জারি করেছিল দিল্লি পুলিশ (Delhi Police Served Notice To Rahul Gandhi)। জবাব না পেয়ে কংগ্রেস সাংসদের বাড়িতে গিয়ে হাজির হয় তারা। সেই পর্ব কাটার পরেই ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে মন্তব্য করার জন্য দায়ের করা মানহানির ফৌজদারি মামলায় সুরাতের একটি আদালত বৃহস্পতিবার দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিল। সাজা ঘোষণার পর তিরিশ দিনের জন্য জামিনও মঞ্জুর করে আদালত। রাহুলকে এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাওয়ারও অনুমতি দেওয়া হয়েছে।
এদিন সকালে সুরাতে এসে পৌঁছন কংগ্রেস সাংসদ।
গুজরাতের শীর্ষনেতাদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। রাহুলের সমর্থনে
শহরের বিভিন্ন জায়গায় নিজেদের শক্তি প্রদর্শন করতে জমায়েত হন। নানা জায়গায় রাহুলের
নামে শের-এ- হিন্দুস্থান লেখা পোস্টারও সাঁটেন সমর্থকরা। শহরে বহু জায়গায় বিজেপির
স্বৈরতন্ত্রের বিরুদ্ধ কংগ্রেস মাথা নত করবে না, এমন প্ল্যাকার্ডও দেখা গিয়েছে।
২০১৯ সালে কর্ণাটকে লোকসভা ভোটের আগে প্রচারে এসে রাহুল ভাষণে প্রশ্ন করেছিলেন
কীভাবে সমস্ত চোরের পদবি মোদী হল। তাঁর সেই মন্তব্যের জেরে মামলা করেন গুজরাতের
প্রাক্তনমন্ত্রী ও বিধায়ত পূর্ণেশ মোদী। গত সপ্তাহে দু পক্ষের সওয়াল-জবাবের পর মামলার
শুনানি শেষ হয়। মামলার রায় দেওয়ার দিন ধার্য করা হয় ২৩ মার্চ। এদিন কংগ্রেস নেতা
অর্জুন মোধওয়াদিয়া সংবাদমাধ্যমকে জানান সত্যকে পরীক্ষার মধ্যে ফেলা হচ্ছে এবং
হেনস্থা করা হচ্ছে। কিন্তু সত্য ঠিক থেকে যাবে। তাঁরা সুবিচার পাবেনই। গত ২০২১
সালের অক্টোবরে এই মামলায় বয়ান নথিভুক্ত করতে শেষবার এই আদালতে এসেছিলেন রাহুল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন