Priyanka Gandhi Attacked Narendra Modi: প্রধানমন্ত্রী একজন কাপুরুষ, দিল্লিতে মোদীকে নজিরবিহীন আক্রমণ প্রিয়াঙ্কা গান্ধীর
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর( Prime Minister Narendra Modi) নেতৃত্বে বিজেপি গান্ধী পরিবার ( BJP Attacked Gandhi Family) এবং কাশ্মীরি পণ্ডিতদের বিরুদ্ধে আক্রমণ করলেও কোনও মামলা হয় না। রাহুল গান্ধী শহিদের সন্তান কিন্তু তাহলে তাঁকে রেয়াত করেনি বিজেপি। প্রতিদিনিই তারা রাহুলকে অপমান করে চলেছে। কিন্তু সে বেলায় কিছু হয় না। রাহুল গান্ধীর সাংসদপদ খারিজের প্রতিবাদে রবিবার দেশজুড়ে কংগ্রেসের সারাদিন ব্যাপী প্রতিবাদ বিক্ষোভে সুর চড়িয়ে গেরুয়া শিবিরকে এভাবেই আক্রমণ করলেন দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Attacked Narendra Modi)। এদিন দিল্লি পুলিশ মহাত্মা গান্ধীর স্মারকে প্রতিবাদ বিক্ষোভের অনুমতি না দেওয়ায় কংগ্রেস দিল্লির রাজঘাটে সত্যাগ্রহ করে। নেতৃত্ব দেন দলের সভাপতি মল্লিকার্জুন খারগে এবং প্রিয়াঙ্কা গান্ধী। রীতিমতো মারমুখি মেজাজে প্রিয়াঙ্কা বলেন, আপনারা (পড়ুন বিজেপি) তাঁর ভাই শহিদের সন্তান রাহুলকে বিশ্বাসঘাতক ও মিরজাফর বলে অপমান করেছেন। আপনাদের মুখ্যমন্ত্রী বলেছেন রাহুল জানেন না তাঁর মা-কে। বিজেপি প্রতিদিনই তাঁদের পরিবারকে অপমান করে চলেছে। কিন্তু এ জন্য কোনও মামলা হয় না।
প্রিয়াঙ্কা বলেন,
আপনাদের প্রধানমন্ত্রী ভরা সংসদে বলেছেন কেন তাঁদের পরিবার কেন নেহরুর নাম নেয় না।
প্রধানমন্ত্রী কাশ্মীরি পণ্ডিতদের অপমান করেছেন এবং বাবার মৃত্যুর পর একজন সন্তান তাঁর
নাম বহন করে থাকেন। প্রিয়াঙ্কার পাশাপাশি খারগে রাহুলের মন্তব্য, যে মন্তব্যের
জেরে অন্যান্য অনগ্রসর শ্রেণিকে অপমান করার জন্য তাঁকে আদালত দোষী সাব্যস্ত করেছে
এবং সাংসদপদ খারিজ করা হয়েছে, সে প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন নীরব মোদী কি
ওবিসি,মেহুল চোক্সি ওবিসি, না ললিত মোদী ওবিসি সম্প্রদায়ের, তাঁরা প্রত্যেকেই
ফেরার। রাহুল কালো টাকা নিয়ে পালানো নিয়ে শুধু প্রশ্ন তুলেছিলেন। কংগ্রেস এর
প্রতিবাদে দেশজুড়ে কয়েকশো প্রতিবাদ বিক্ষোভ জানাবে। তাঁরা বাক স্বাধীনতা রক্ষা
করার জন্য লড়াই করবেন। খারগে সমস্ত বিরোধীদলকে রাহুলের পাশে দাঁড়ানোর জন্য
তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন প্রতিবাদ বিক্ষোভ প্রবীণ কংগ্রেস নেতা ও
মন্ত্রী পি চিদম্বরম,জয়রাম রমেশ,সলমন খুরশিদ,প্রমোদ তেওয়ারি, অজয় মাকেন, মুকুল
ওয়াসনিক ও অধীর রঞ্জন চৌধুরীকে সামিল। কংগ্রেসের অভিযোগ রাহুলকে চুপ করানোর জন্য
ষড়যন্ত্র করা হয়েছে। কংগ্রেস সাংসদ প্রধানমন্ত্রীকে বিরোধী দলনেতা হিসেবে প্রশ্ন
করে বিব্রত করে তুলেছিলেন। সেটা থামাতেই এই ষড়যন্ত্র বলে দাবি কংগ্রেসের।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন