Fake GST Bill: হোটেল,রেস্তোরাঁয় ভুয়ো জিএসটি বিল, সতর্ক না হলে খেসারত দিতেই হবে ক্রেতাদের!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় খাবার খেয়ে বিল না দেখে বিল মিটিয়ে তাড়াহুড়োয় চলে যান অনেকেই। কোনও কোনও রেস্তোরাঁ বা হোটেল জিএসটির (Fake GST Bill) নামে বিলে ভুয়ো অঙ্ক বসিয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে নেয় (Hotels, Restaurants Charge Extra)। বহু ক্ষেত্রেই বিলে জিএসটি কত কাটা হল, তা জানানো হয় না। হোটেল,রেস্তোরাঁয় এমন ঘটনা প্রায়ই ঘটে থাকে। অনেক ক্ষেত্রে বিলে জিএসটির কথা লেখা হলেও জিএসটি নম্বর লেখা হয় না। অন্যদিকে জিএসটি নম্বর সক্রিয় থাকলেও ওই হোটেল বা রেস্তোরাঁ জিএসটির আওতায় পড়ে না। যদিও জিএসটির নামে টাকা হোটেল,রেস্তোরাঁগুলি কেটে যায়। জিএসটির জন্য বাড়তি টাকা নেওয়ার ব্যাপারটা এড়াতে খাওয়ার পরে বিল মেটানোর আগে বিলটি ভালো করে দেখা উচিত ক্রেতাদের। কোনওরকম ভুল দেখলে জিএসটির নামে ক্রেতাদের টাকা দিতে অস্বীকার করা উচিত। এ ব্যাপারে অভিযোগ জানাতে জিএসটি হেল্পলাইন ১৮০০১২০০২৩২য়ে ডায়াল করে ব্যাপারটি জানানো দরকার।


 রেস্তোরাঁ ও হোটেলে ভুয়ো চার্জ নেওয়ার জন্য তাদের অভিযুক্ত করা সম্ভব হবে। জিএসটি বিল একেকটা হোটেল বা রেস্তোরাঁয় একেক রকম। মজার ব্যাপারে খাবারের জন্য ৫ শতাংশ জিএসটি নেওয়া হয়ে থাকে। কোনও কোনও জায়গায় তা ১২ শতাংশ নেওয়া হয়ে থাকে। দামি হোটেল বা রেস্তোরাঁয় ১৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। একারণে ঠিক কতটা জিএসটির জন্য টাকা কাটা হচ্ছে, তা জেনে নেওয়া জরুরি। যাতে বাড়তি টাকা কাটতে না পারে। ক্রেতাদেরও খুব ভালোভাবে রেস্তোরাঁর বিল খুঁটিয়ে দেখা দরকার এবং জিএসটির নামে বেশি টাকা কাটা হচ্ছে কিনা, সে ব্যাপারে সতর্ক থাকা উচিত। ভুয়ো জিএসটি বিল দেখলে তৎক্ষণাৎ জিএসটি হেল্পলাইনে ফোন করা দরকার।   

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!