Groom Walked Twenty Eight Kilometers To Marry : গাড়িচালকদের ধর্মঘট, সারারাত আঠাশ কিলোমিটার হেঁটে বরযাত্রী-সহ বর বিয়ের আসরে!

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে। বরপক্ষ ও কনেপক্ষ বিয়ের জন্য তৈরি। এবার শুধু সানাই বেজে ওঠার অপেক্ষা। কিন্তু পাত্র যেদিন বিয়ে করতে যাবে, ( Day Of Marriage) সেদিন হঠাৎ বাদ সাধল গাড়ি চালকদের ধর্মঘটের সিদ্ধান্ত (Strike Called By Over Two Lakhs Drivers)। ফলে পাওয়া যাবে না কোনও গাড়ির চালককে। অগত্যা দুঃসাহসী সিদ্ধান্ত নিলেন পাত্রের বাড়ির লোকজন। ঠিক করলেন গাড়ির চালক পাওয়া না গেলেও কোনও পরোয়া নেই। বর-সহ বরের বাড়ির লোকজন পায়ে হেঁটেই কনের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিলেন (Groom Walked Twenty Eight Kilometers To Marry)। বরের লোকজনদের সঙ্গে মহিলারাও ছিলেন। ভাবতেই পারেন কনের বাড়ির রাস্তা আর কত হতে পারে। অমন হাঁটা অনেকেই হেঁটে থাকেন। কিন্তু যেখানে বিয়ে হবে, সেই অনুষ্ঠান বাড়ি যে এক দু মাইল নয়। আঠাশ মাইল দূরে! তাই সই। বিয়ে তো আর বাতিল করা যাবে না। তাই বর ও বরযাত্রীরা শুরু করে দিলেন পায়ে হাঁটা। এবং সারা রাত ধরে হেঁটে পরের দিন তাঁরা এসে পৌঁছলেন কনের বাড়িতে।

ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার একটি গ্রামে (District Of Odisha)। সারা রাত হেঁটে সুনাকহান্ডি পঞ্চায়েত এলাকা থেকে তাঁরা পৌঁছন দিবালাপাডু গ্রামে। সেখানে কনের গলায় মালা দিয়ে রীতি মেনে বিয়ে সারলেন পাত্র। ভিডিওয় দেখা গিয়েছে সারা রাত ধরে পায়ে হেঁটে বর ও কয়েকজন মহিলা-সহ তাঁর বাড়ির লোকজন গ্রামের রাস্তা ধরে সারা রাত হেঁটে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটি ভাইরাল হয়। বরের এক আত্মীয় জানান, চালকদের ধর্মঘটে কোনও গাড়ি পাওয়া যায়নি। তাই তাঁরা সারা রাত ধরে পায়ে হেঁটে কনের বাড়িতে এসে পৌঁছেছেন। এ ছাড়া কোনও উপায়ও ছিল না। গত শুক্রবার সকালে বিয়ে হয়। তবে গাড়ি চালকদের ধর্মঘট মেটার অপেক্ষায় কনের বাড়িতে থেকে যান বর-সহ তাঁর বাড়ির লোকজনেরা। গত বুধবার থেকে গাড়ি চালকদের একতা মহাসঙ্ঘ বিমা,পেনসন-সহ একাধিক দাবিতে রাজ্যজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছে। তাতে সামিল হয়ে গাড়ি চালকেরা গাড়ি না চালানোর সিদ্ধান্ত নেন। দু লক্ষেরও বেশি চালক ধর্মঘটে যোগ দেওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। অফিসযাত্রী থেকে শুরু করে ওড়িশায় আসা পর্যটকরা আটকে পড়েন। ধর্মঘটের জেরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায়। তবে রাজ্যসরকার দাবি মেটানোর আশ্বাস দেওয়ায় শুক্রবার ধর্মঘট তুলে নেয় গাড়ি চালকেরা।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!