Covid19 Infected Patients Increasing: দিল্লিতে ফের বাড়াবাড়ি কোভিডের, মাস্ক পরার পরামর্শ চিকিৎসকদের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাজধানীতে ফের হানা কোভিডের (Covid19 In Delhi)। গত সেপ্টেম্বরের পর মঙ্গলবার এই প্রথম আক্রান্তের সংখ্যা ছুঁল দুশো (Covid19 Infected Patients Increasing)। সেপ্টেম্বরে দুশো চোদ্দ কোভিডে আক্রান্ত হয়েছিলেন। তারপর বেশ কিছুদিন বিরতির পর ফের দুশো ছুঁল আক্রান্তের সংখ্যা। রাজধানীর স্বাস্থ্যবিভাগের তথ্য থেকে জানা গিয়েছে (Health Department) কোভিড পজিটিভিটির হাস ১১.৮২ শতাংশ, যা নতুন করে প্রশাসনের কপালে উদ্বেগের ভাঁজ ফেলতে শুরু করেছে। গত কয়েকদিনে দেশে এইচথ্রিএনটু ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ায় দু বছর আগের মারণ ভাইরাসের কথা মনে করিয়ে দিয়েছে দিল্লির মানুষকে। গত কয়েক মাসে নতুন করে আক্রান্তের খবর মেলেনি। জানুয়ারির ১৬ তারিখে সংখ্যাটা শূন্যে গিয়ে পৌঁছয়। দু বছর আগে অতিমারির পর যা প্রথম বলে জানা গিয়েছে। এই সোমবার দিল্লিতে ১১৫টি কোভিড পজিটিভে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। শতাংশের হিসেবে যা ৭.৪৫। রবিবারে সংখ্যাটা দাঁড়ায় ১৫২য়ে। পজিটিভিটির হার ৯.১৩ শতাংশ।
শনিবারে সংখ্যাটা পৌঁছয় ১৩৯-য়ে। শতাংশের হিসেবে ৪.৯৮। শুক্রবার পজিটিভিটির হার
৬.৬৬ শতাংশের হিসেবে আক্রান্তের সংখ্যা ছিল ১৫২টি। বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা
ছিল ১১৭। পজিটিভিটির হার ৪.৯৫। নতুন আক্রান্তের সূত্রে রাজধানীতে কোভিড অতিমারি
থেকে এ পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,০৯,০৬১টি। মৃতের সংখ্যা
২৬,৫২৪। তথ্য জানাচ্ছে সোমবার ১,৮১১টি কোভিড পরীক্ষা করা হয়েছে। অন্যদিকে হিমাচলের
কাংরায় প্রথম এইচথ্রিএনটু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থার খবর, কাংরা
জেলায় আড়াই বছরের এক শিশুকন্যার দেহে এইচথ্রি এন টুয়ের ভাইরাস পাওয়া গিয়েছে। তার
চিকিৎসা চলছে টান্ডা মেডিকেল কলেজে। কাংরার মেডিকেল কলেজের সিমও জানিয়েছেন। শনিবার
প্রচণ্ড কফ,জ্বরে আক্রান্ত শিশুটিকে সেখানে নিয়ে আসা হয়। পরীক্ষায় শিশুটির এইচথ্রি
এন টু পজিটিভ পাওয়া গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন