Woman Empowerment : মনের স্বাস্থ্যের উন্নতি, মহিলাদের ক্ষমতায়ন- ইকো পার্কে বার্তা কর্তব্য সংগঠনের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আজকের
দিনে ক্রমশ বেড়ে চলেছে প্রতিযোগিতা (Competition In Real Life)।
শৈশব হোক বা পরিণত বয়েস, এই প্রতিযোগিতা ও দ্রুত জীবন প্রভাব ফেলছে মানসিক স্বাস্থ্যের ওপর। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের ওপরও যে সমান গুরুত্ব দেওয়া উচিত, এবং যারা নিজেদের সমস্যার কথা ঠিকঠাক বলে উঠতে পারে না, তাদের পাশে দাঁড়ানোও সবার
অবশ্য কর্তব্য। এই বার্তা এবং নারী দিবস পালনের উদ্দেশ্যে শনিবার ইকো পার্কে (Echo Park) খোলা
আকাশের নীচে কর্তব্য (Karttavyaa) নামে সংগঠন দশম অনুষ্ঠান "Let's celebrate someone's birthday and women's day"। শুধু সচেতনতা প্রচারই নয়, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নানা উপহার বিতরণের মাধ্যমে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাকেও উৎসাহিত করা হয়।
আগেকার
সেই ধারণা ছুড়ে ফেলে মেয়েরা এখন জল,স্থল,অন্তরীক্ষে পুরুষদের পাশাপাশি
সমান পারদর্শী হয়ে উঠেছে (Woman Empowerment)। অফিস থেকে রাজনীতি,খেলা,
সৃজনশীল সৃষ্টি- সর্বত্রই তারা দাপটের সঙ্গে বিচরণ করে চলেছেন (They Are
Omnipresent)। ভেঙে গিয়েছে মেয়েরা শুধু ঘরকন্নার জন্য, সন্তান
প্রতিপালন করতে পারবে না বলে বহু আলোচিত সামাজিক ট্যাবু (Social Taboo)। পুরুষদের
মতো তারা কঠিন কাজ পারবে না বলে কোনও কঠিন কাজে মেয়েরা এগিয়ে গেলে যে গেল গেল রব
শোনা যেত, এখন ঠিক তার বিপরীতে অবস্থান করছেন এসময়ের মেয়েরা। তাঁরা এখন অন্তঃপুরের
পর্দা সরিয়ে লড়াইয়ের ময়দানে।
পুরুষদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বিজয়িনী হয়ে ফিরছেন জয় তিলক পরে। মহিলাদের সেই উজ্জ্বল উত্থানের কথা তুলে ধরে ইকো পার্কে নারীদিবস পালন করা হল বিপুল উৎসাহে। একইসঙ্গে পালন করা হল জন্মদিনও। খেলার পাশাপাশি অনেকের হাতে তুলে দেওয়া হল উপহার। খোলা আকাশের নীচে বিভিন্ন মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হল এদিনের অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত স্কুলের ছোট ছোট মেয়েদের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে নানা উদাহরণের মাধ্যমে তুলে ধরা হল নানা দিক। সংগঠনের প্রতিষ্ঠাতা নিধি আগরওয়াল এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানান।
পুরুষদের সঙ্গে সমানে পাল্লা দিয়ে বিজয়িনী হয়ে ফিরছেন জয় তিলক পরে। মহিলাদের সেই উজ্জ্বল উত্থানের কথা তুলে ধরে ইকো পার্কে নারীদিবস পালন করা হল বিপুল উৎসাহে। একইসঙ্গে পালন করা হল জন্মদিনও। খেলার পাশাপাশি অনেকের হাতে তুলে দেওয়া হল উপহার। খোলা আকাশের নীচে বিভিন্ন মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে জরুরি বার্তা পৌঁছে দেওয়া হল এদিনের অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত স্কুলের ছোট ছোট মেয়েদের মহিলাদের ক্ষমতায়ন নিয়ে নানা উদাহরণের মাধ্যমে তুলে ধরা হল নানা দিক। সংগঠনের প্রতিষ্ঠাতা নিধি আগরওয়াল এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন