Poster Campaign Against Modi: মোদীর বিরুদ্ধে পোস্টার অভিযান, গুজরাতে গ্রেফতার আপের আট কর্মী

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ নিয়ে বিরোধীদের একজোট হওয়ার মধ্যেই আপের মোদী হটাও, দেশ বাঁচাও নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে (Poster Campaign Against Modi)  পোস্টার অভিযান। বৃহস্পতিবারই দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আম আদমি (Aam Admi Party) পার্টি পোস্টার অভিযান শুরু করেছে। আর তার একদিন পরেই গুজরাতের (Gujarat) আহমেদাবাদ থেকে মোদী বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করল পুলিশ। আহমেদাবাদ পুলিশ জানিয়েছে এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। তারা জানিয়েছে শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে আপত্তিকর পোস্টার লাগানো হয়েছে। গুজরাতের আপের প্রধান ইসুদান গাধবি জানিয়েছেন যাঁদের গ্রেফতার করা হয়েছে,তাঁরা প্রত্যেকেই আপের কর্মী। বিজেপির বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে গাধবির দাবি আপ কর্মীদের গ্রেফতার করার ঘটনা প্রমাণ করে বিজেপি ভয় পেয়েছে। 


টুইট করে গুজরাতের আপ প্রধান জানান বিজেপির স্বৈরতন্ত্রের দিকে লক্ষ্য রাখুন। গুজরাতে মোদী হটাও,দেশ বাঁচাও পোস্টার অভিযানে আম আদমি কর্মীদের বিভিন্ন ধারায় মামলা রুজু করে জেলে পোরা হয়েছে। মোদী ও বিজেপি যদি ভয় না পেয়ে থাকে,তাহলে এটা কি! তারা যেরকম চাইছে,তেমনই চেষ্টা করে যাক। আপের কর্মীরা লড়াই চালিয়ে যাবে। তাদের মোদী হটাও, দেশ বাঁচাও প্রচার অভিযান ভারত জুড়ে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরেজি,হিন্দি, ও উর্দুর পাশাপাশি গুজরাতি, পঞ্জাবি, তেলুগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালয়ালম ও মারাঠিতেও শুরু হয়েছে। গত সপ্তাহে মোদীকে নিশানা করে দেশের রাজধানীর শহরগুলিতে কয়েক হাজার পোস্টার সাঁটা হয়। এরপরই ব্যাপক পুলিশি অভিযান শুরু হয়। ৪৯টি এফআইআর দায়ের হয়। গ্রেফতার করা হয় ছজনকে। তাঁদের মধ্যে দুজন ছাপা খানার মালিক। দিল্লি পুলিশ জানায় সরকারি সম্পত্তি নষ্ট করা এবং পোস্টারগুলিতে আইন মোতাবেক ছাপাখানার নাম দেওয়া হয়নি। এ কারণেই তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন স্বাধীনতা সংগ্রামের সময়ও ব্রিটিশদের বিরুদ্ধে পোস্টার লাগানোর জন্য কারোকে গ্রেফতার করা হয়নি। এফআইআরও করেনি ব্রিটিশ পুলিশ।  

 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!