Two Minors Were Fed With Urine: যোগী রাজ্যে চোর সন্দেহে দুই নাবালককে জোর করে খাওয়ানো হল মূত্র, জোর করে দেওয়া হল সন্দেহজনক ইঞ্জেকশন!

 

                          প্রতীকী ছবি

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক
: ফের অঘটনের শিরোনামে যোগীরাজ্য (BJP Ruled Uttar Pradesh) এবার চুরি সন্দেহে দুই নাবালককে মূত্র খাওয়ানো হল জোর করে (Two Minors Were Fed With Urine) ঘষে দেওয়া হল তাদের পুরুষাঙ্গে। এতেই শেষ নয়। কয়েকটি অচেনা ইঞ্জেকশন দেওয়া হল তাদের। নিগৃহীত নাবালক দুজনের বয়েস দশ এবং পনেরো। শিউরে ওঠা ভিডিওয় দেখা গিয়েছে ওই দুই নাবালককে জোর করে কাঁচালঙ্কা খেতে বাধ্য করার পাশাপাশি মূত্র ভর্তি বোতল থেকে জোর করে মূত্র খাওয়ানো হচ্ছে। বেশ কয়েকজনকে চিৎকার করে তাদের আজেবাজে কথা বলে যাচ্ছে। চিৎকার করে তারা বলতে থাকে তাদের কথামতো যদি কাজ না করে,তাহলে ফল খুব খারাপ হবে। টাকা চুরির অভিযোগে তাদের বেঁধে মারধরও করা হচ্ছে। 


আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে তাদের হাত বেঁধে নীচে ঝুলিয়ে দেওয়া অবস্থায় ট্রাউজার খুলে একজন যৌনাঙ্গে কাঁচা লঙ্কা ঘষছে। যন্ত্রণায় দুটি নাবালক চিৎকার ওঠার সময় তাদের শরীরে হলুদ রঙের তরল ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তরল জিনিসটি কী তা বোঝা যাচ্ছে না। ভিডিওটি চার তারিখে পাথরা বাজার থানার কোনকাটি চাউরাহার কাছে আরশান চিকেন শপের সামনে তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর অভিযুক্তদের গ্রেফতার করতে তৎপর হয় পুলিশ। এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করে অভিযুক্তদের চিহ্নিত করে ছজনকে আটক করা হয়েছে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!