College Washed Away Due To Flood: তাসের প্রাসাদের মতো তলিয়ে গেল গোটা কলেজ, প্রবল বন্যায় বিপর্যস্ত উত্তরাখণ্ড
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাতভর একটানা বৃষ্টির তোড়ে তাসের প্রাসাদের মতো তলিয়ে গেল গোটা একটা কলেজ (College Washed Away Due To Flood)। প্রবল বৃষ্টিতে ভেসে যাওয়া উত্তরাখণ্ডের দেরাদুনের মালদেবতায় দুন ডিফেন্স কলেজের গোটা ভবনটিই। একটা চব্বিশ ঘণ্টা ধরে অবিশ্রান্ত বর্ষণে বান্দাল নদীতে তীব্র জলস্রোতের কারণে ভবনটি হুড়মুড়িয়ে ভেঙে তলিয়ে যায়। প্রবল বন্যার জন্য উত্তরাখণ্ডের মেটেরোলজিকাল বিভাগ দেরাদুন ও নৈনিতাল-সহ ছটি জেলায় লাল সতর্কতা জারি করেছে।
টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি রাজ্যে এ পর্যন্ত
ষাটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ কমপক্ষে ১৭। প্রবল বৃষ্টিতে ভূমিধসের কারণে জাতীয়
সড়ক-সহ একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তেহরিতে ভূমিধসের কারণে কুঞ্জপুরী
বাগারধারের কাছে হৃষিকেষ ছাম্বা জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। হৃষিকেষ-দেবপ্রয়াগ-শ্রীনগর
জাতীয় সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। প্রায় বারোশ ঘরবাড়ি ও বিশাল চাষের
জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টির জন্য দেরাদুন- চাম্পাওয়াটে সমস্ত স্কুল বন্ধ
করে দিয়েছে প্রশাসন। বন্যার কারণে সমস্ত জেলাশাসক ও এসআরডিএফকে সতর্ক থাকার
নির্দেশ দিয়েছে উত্তরাখণ্ড সরকার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন