Rahul Gandhi Returns To Parliament: সংসদে রাহুলের প্রত্যাবর্তন, লোকসভা ভোটের আগে বিজেপিকে কতটা চাপে রাখবে বিরোধীদের ইন্ডিয়া জোট?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দীর্ঘ চার মাস পর ফের সংসদে ফিরছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi Returns To Parliament)। মোদী পদবি নিয়ে বিতর্ক মামলায় তাঁর সাংসদপদ খারিজ হওয়ার পর ফের স্বমহিমায় ওয়েনাডের সাংসদ। ঠিক এমন সময়েই তিনি সংসদে ফিরলেন, যার একদিন পরেই মণিপুর হিংসা নিয়ে জোরদার তোলপাড় হতে চলেছে সংসদ। এর আগে উত্তরপূর্বের রাজ্যে সন্ত্রাস, রক্তক্ষয়ী অশান্তি নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করে বারবার বিঘ্ন ঘটিয়েছিল বিরোধীরা। এবার সেই প্রতিবাদে কতটা চড়া মেজাজ দেখা যাবে, তার অপেক্ষায় দেশের মানুষ।
মঙ্গলবারই সংসদে
অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা
। তবে রাজনৈতিক মহলের ধারণা, চব্বিশের
লোকসভা ভোটের আগে রাহুলের সাংসদপদ খারিজ হওয়ায় অনেকটাই মুষড়ে পড়েছিল
কংগ্রেস-সহ ইন্ডিয়া জোট। এবার রাহুল স্বমহিমায় ফেরায় বাড়তি অক্সিজেন পেতে চলেছে
তারা। কংগ্রেস জানিয়েছে সংসদে মণিপুর নিয়ে বিতর্ক আলোচনায় প্রধান মুখ হবেন রাহুল।
কংগ্রেস জানিয়েছে ইতিমধ্যেই হিংসাদীর্ণ মণিপুর ঘুরে এসেছেন তিনি। তাই অনাস্থা
প্রস্তাব নিয়ে আলোচনায় কংগ্রেস সাংসদকেই চাইছে দল। কংগ্রেস জানিয়েছে আশা করা
হচ্ছে লোকসভায় রাহুল মণিপুর নিয়ে বিস্তারিত তথ্য পেশ করবেন। ফলে লোকসভা ভোটের
আগে গেরুয়া শিবির বড় একটা ঝাঁকুনি খেতে পারে। তবে রাহুলের প্রত্যাবর্তন সেই
ঝাঁকুনি কতটা কার্যকর হবে, এখন সেটাই দেখার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন