পোস্টগুলি

অক্টোবর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তাঁর হাত দেখে বৃদ্ধা জ্যোতিষী বলেছিলেন আয়ু বেশি নেই, তারপর ঘটল ভয়ঙ্কর ঘটনা..

ছবি
  বেঙ্গলি নিউজরুম-- হাত দেখে হস্তরেখা-বিদ ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি বেশি দিন বাঁচবেন না। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। আর চকোলেটটি খাওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন ব্রাজিলের সাতাশ বছরের ওই তরুণী ( Brazilian Woman Killed After Eating Chocolate) । গত আগস্টমাসে ফার্নান্ডেজ ভালোজ পিন্টো নামে তরুণীর মৃত্যুর এমন রহস্যময় ঘটনা ঘটে। মৃত তরুণীর আত্মীয় জানান চকোলেটটি খাওয়ার পর পিন্টো বমি করতে শুরু করে। চোখ ঝাপসা। কয়েকঘণ্টার মধ্যেই সবশেষ। মর্মান্তিক ঘটনাটি ঘটে ব্রাজিলের মেসিওর সিটি সেন্টার দিয়ে পিন্টোর হাঁটার সময়। মেসিওরকে ভবিষ্যৎ বক্তাদের মক্কা বলা হয়। তিনি যখন হেঁটে যাচ্ছিলেন,তখন এক বয়স্ক মহিলা তাঁকে থামান। তাঁর হাতের তালু দেখে ভবিষ্যৎবাণী করে বলেন এক সন্তানের মা পিন্টোর কয়েকদিন আয়ু রয়েছে। তারপরই উপহার হিসেবে একটি চকোলেট খেতে দেন তাকে। পিন্টোর আত্মীয় জানান কীভাবে চকোলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয়। প্যাক করার সময় কোনও কিছু ঘটেনি। বোঝা যায়নি সেটা খেলে কোনও বিপদ হতে পারে। পিন্টোর খুব খিদে পেয়েছিল। চকোলেটটি খাবে বলে ঠিক করে। সেটি খাওয়ার পর অসুস্থ বোধ করতে শুরু করেন তি...

Bengali Assembly Election :অগ্নিগর্ভ হতে পারে ছাব্বিশের ভোট? কোন অস্ত্রে ঘায়েল হতে পারে শাসক দল?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: বছর পেরোলে বিধানসভা ভোট। ইতিমধ্যেই ভোটের অস্ত্রে শান দেওয়া শুরু করেছে সব রাজনৈতিক দলই। শাসক ময়দানে নেমেছে নিজের মতো করে। পাল্টা শাসকদলের বিরুদ্ধে রণকৌশল তৈরিতে একেবারে আদাজল খেয়ে নেমে পড়েছে বিরোধীরা। তারা দাবি তুলেছে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে যেভাবেই হোক উৎখাত করতে হবে। এ ব্যাপারে পুরোভাগে রয়েছে বিজেপি। শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের একটার পর একটা অভিযোগ। শিক্ষকদের চাকরি চুরি থেকে নারী নির্যাতন, আরও সারি সারি অভিযোগ সামনে এনেছে তারা। তোলাবাজি থেকে মারাত্মক দুর্নীতি- শাসকের বিরুদ্ধে যুদ্ধের বার্তা দিতে একটি সুযোগও ছাড়তে রাজি নয় বিজেপি।  পাশাপাশি আরজি কর কাণ্ড থেকে সাম্প্রতিকতম দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ঝাঁপিয়ে পড়েছে প্রধান বিরোধী দল গেরুয়া শিবির। দুর্নীতি, মাত্রাছাড়া দুর্নীতির পাশাপাশি নারীদের নিরাপত্তাহীনতাকে জোরালো অস্ত্র হিসেবে তারা সামনে আনছে।শাসকদলের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কেলেঙ্কারি সামনে আনার পর তাদের ধারণা এতে শাসকদলের বিভিন্ন ভাতা,প্রকল্পের অস্ত্র কাজে লাগবে না। তৃণমূল কংগ্রেসের নেত্রীর ঘরের মেয়ের “ম্যাজিক” আগামী বিধানসভ...