পোস্টগুলি

মে, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Energy Drinks: অতিরিক্ত এনার্জি ড্রিংক খেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, কোথায় ঘটেছে এমন ঘটনা?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: অতিরিক্ত এনার্জি ড্রিংক খেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ! ফেসবুকে এমনই এক ঘটনার কথা জানিয়েছেন কালিফোর্নিয়ার এক মহিলা। ফেসবুকে তিনি জানিয়েছেন অতিরিক্ত এনার্জি ড্রিংক খাওয়ার ফলে তাঁর স্বামীর এমন বিপত্তি ঘটেছে। পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দিয়েছেন ওই মহিলা। ব্রিয়ানা নামে ওই মহিলা, যিনি তাঁর পদবি জানাননি, লিখেছেন তাঁর স্বামী দীর্ঘসময় ধরে কাজ করার পর অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিংক খেয়েছিলেন। তারপরই তাঁর ভয়ানক সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, অতিরিক্ত এনার্জি ড্রিংক খাওয়ার ফলেই এমন সমস্যা দেখা দিয়েছে। ব্রিয়ানা লিখেছেন তাঁর স্বামীর টক্সিকোলজি স্ক্রিন রিপোর্ট পাওয়ার পর ব্রেন হেমারেজের বিষয়টি জানা যায়। এরপর স্ট্রোক, খিঁচুনি,ঘাম হতে থাকে এবং আরও কিছু ঘটনা ঘটে, যে ব্যাপারে তাঁরা তৈরি ছিলেন না। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর স্বামীর মস্তিষ্কের ভেতরের অংশ বাদ দিয়ে দেন। ফেসবুক পোস্টে আরও লিখেছেন এত কিছুর পরেও তিনি আশা ছেড়ে দেননি। তবে বুঝতে পেরেছিলেন পরিবার কতটা সমস্যায় পড়বে। স্বামীকে খাওয়ানো থেকে শুরু করে শারীরিক থেরাপি, স্পিচ থেরাপি ও অকুপেশনাল থ...

Whistle Blower On Facebook: ঘৃণা ভাষণ, স্বচ্ছতার অভাবে ফেসবুক হতে চলেছে মরণ ফাঁদ, বিস্ফোরক সংস্থার প্রাক্তন কর্মী!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম : এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ছাড়া অচল দুনিয়া । তা আমেরিকা হোক বা ইউরোপ, এশিয়া হোক বা আফ্রিকা-সর্বত্রই জাল ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়ার। ফেসবুক,ইউটিউব,ইনস্টাগ্রাম-সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলে চলেছে। কিন্তু সামাজিক মাধ্যমের ভালো দিক যেমন আছে,তেমনই খারাপ দিকও আছে । আর এর ক্ষতিকর প্রভাবের কথা এখন সবাই জানেন। সামাজিক মাধ্যমের কুফলের দিকটি তুলে ধরে ফেসবুকের মূল সংস্থা মেটার হুইসল ব্লোয়ার ফ্রান্সেস হগেন রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সামাজিক মাধ্যমকে ঠিকমতো নিয়ন্ত্রণে আনা না যায়. তাহলে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাবে। হগেন ২০২১ সাল পর্যন্ত ফেসবুকে চাকরি করেছেন। সেসময় দি ফেসবুক ফাইলস নামে তথ্য ফাঁস করেছিলেন, যা দি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালে গবেষণা ধর্মী রিপোর্ট এবং ফেসবুক কর্মীদের পারস্পরিক আলোচনা প্রকাশিত হয়, যাতে স্পষ্ট হয়েছিল ফেসবুক সংস্থা জানতো তাদের প্ল্যাটফর্ম মানুষের ক্ষতি করেছে। উদাহরণ হিসেবে ইনস্টাগ্রাম টিনএজারদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলার বিষয়টি চাপা দেওয়া ও ফেসবুকে ভারতে ধর্মীয় ঘৃণা বিদ্বেষ ছড়ানোর দিকট...

এটাই শেষ ক্যালেন্ডার যেখানে পনেরোই আগস্টে ছুটি নেই

ছবি

ভোটের আবহে মমতাকে নিয়ে কুরুচিকর মেমে, অভিযুক্তদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ

ছবি
দি বেঙ্গলি নিউজরুম : ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মেমে ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। এক্স হ্যান্ডেলে কারা ওই মেমে পোস্ট করেছে, তার হদিশ পেতে আদাজল খেয়ে নেমেছে কলকাতা পুলিশ। নোটিস জারি করে জানানো হয়েছে যাঁরা বা যিনি মেমেটি পোস্ট করেছেন অবিলম্বে তিনি তাঁর নাম এবং ঠিকানা জানান। যদি তিনি তা না জানান তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২ নম্বর ধারায় আইনি পদক্ষেপ করা হবে। তবে এবারই প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে টুইট ও মেমে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল পুলিশ। ২০২২সালে নদিয়া থেকে উনত্রিশ বছরের এক ইউটিউবারকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মেমে পোস্ট করায় গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছিল আরও সাতজনের নামে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। এর আগে ২০১৯ সালে ফেসবুকে মমতাকে নিয়ে বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে বিজেপির যুবমোর্চার এক সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বিষয় নিয়ে পুলিশি অভিযান শুরু হয় ২০১২ সালে। সেসময় কলকাতার নামী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মুখ্যমন্ত্রীর কার্টুন ই...