Energy Drinks: অতিরিক্ত এনার্জি ড্রিংক খেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ, কোথায় ঘটেছে এমন ঘটনা?

দি বেঙ্গলি নিউজরুম: অতিরিক্ত এনার্জি ড্রিংক খেয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ! ফেসবুকে এমনই এক ঘটনার কথা জানিয়েছেন কালিফোর্নিয়ার এক মহিলা। ফেসবুকে তিনি জানিয়েছেন অতিরিক্ত এনার্জি ড্রিংক খাওয়ার ফলে তাঁর স্বামীর এমন বিপত্তি ঘটেছে। পরে অবশ্য পোস্টটি ডিলিট করে দিয়েছেন ওই মহিলা। ব্রিয়ানা নামে ওই মহিলা, যিনি তাঁর পদবি জানাননি, লিখেছেন তাঁর স্বামী দীর্ঘসময় ধরে কাজ করার পর অতিরিক্ত পরিমাণে এনার্জি ড্রিংক খেয়েছিলেন। তারপরই তাঁর ভয়ানক সমস্যা দেখা দেয়। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করে জানান, অতিরিক্ত এনার্জি ড্রিংক খাওয়ার ফলেই এমন সমস্যা দেখা দিয়েছে। ব্রিয়ানা লিখেছেন তাঁর স্বামীর টক্সিকোলজি স্ক্রিন রিপোর্ট পাওয়ার পর ব্রেন হেমারেজের বিষয়টি জানা যায়। এরপর স্ট্রোক, খিঁচুনি,ঘাম হতে থাকে এবং আরও কিছু ঘটনা ঘটে, যে ব্যাপারে তাঁরা তৈরি ছিলেন না। এরপর চিকিৎসকরা অস্ত্রোপচার করে তাঁর স্বামীর মস্তিষ্কের ভেতরের অংশ বাদ দিয়ে দেন। ফেসবুক পোস্টে আরও লিখেছেন এত কিছুর পরেও তিনি আশা ছেড়ে দেননি। তবে বুঝতে পেরেছিলেন পরিবার কতটা সমস্যায় পড়বে। স্বামীকে খাওয়ানো থেকে শুরু করে শারীরিক থেরাপি, স্পিচ থেরাপি ও অকুপেশনাল থেরাপির পাশাপাশি তাঁর ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করেন তিনি। হাঁটতে পারতেন না। হাঁটতে সাহায্য করেন। সমস্ত ব্যাপারেই স্বামীর পাশে পাশে ছিলেন ছায়ার মতো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!