ভোটের আবহে মমতাকে নিয়ে কুরুচিকর মেমে, অভিযুক্তদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ

দি বেঙ্গলি নিউজরুম : ভোট চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মেমে ঘিরে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে। এক্স হ্যান্ডেলে কারা ওই মেমে পোস্ট করেছে, তার হদিশ পেতে আদাজল খেয়ে নেমেছে কলকাতা পুলিশ। নোটিস জারি করে জানানো হয়েছে যাঁরা বা যিনি মেমেটি পোস্ট করেছেন অবিলম্বে তিনি তাঁর নাম এবং ঠিকানা জানান। যদি তিনি তা না জানান তাহলে তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২ নম্বর ধারায় আইনি পদক্ষেপ করা হবে। তবে এবারই প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে টুইট ও মেমে নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছিল পুলিশ। ২০২২সালে নদিয়া থেকে উনত্রিশ বছরের এক ইউটিউবারকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মেমে পোস্ট করায় গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছিল আরও সাতজনের নামে এ ব্যাপারে অভিযোগ করা হয়েছিল। এর আগে ২০১৯ সালে ফেসবুকে মমতাকে নিয়ে বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে বিজেপির যুবমোর্চার এক সদস্যকে গ্রেফতার করেছিল পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর বিষয় নিয়ে পুলিশি অভিযান শুরু হয় ২০১২ সালে। সেসময় কলকাতার নামী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে মুখ্যমন্ত্রীর কার্টুন ইমেলে পাঠানোর অভিযোগে গ্রেফতার করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে বারবার পুলিশি পদক্ষেপ নিয়ে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার অভিযোগ চলে আসছে। কয়েক বছর ধরে দেশজুড়ে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরে, তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জে জয়ললিতা-সহ অন্যান্য রাজ্যের নেতা-নেত্রীদের নিয়ে আপত্তিকর পোস্টের কারণে আইনি পদক্ষেপের শিকার হয়েছেন অনেকে। এবার লোকসভা ভোটে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে এ ধরণের আপত্তিকর মেমে জোরদার হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় দু পক্ষের সমর্থকদের মধ্যে লড়াই ক্রমশ বাড়ছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!