পোস্টগুলি

জানুয়ারি, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Worlds Most Expensive Nail Police :নেল পালিশের দাম এক কোটি টাকা!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : দামি জিনিস সম্পর্কে আপনার কীরকম ধারণা আছে ? যেমন ধরুন গাড়ি, হিরে,ঘড়ি, আসবাবপত্রের দাম। হ্যাঁ, গাড়ির দাম বেশি হতেই পারে। যেমন রোলস রয়েস, অডি, ফেরারির দাম বেশিই হয়ে থাকে। আপনাদের দেখা গাড়ির চেয়ে বেশি হতেই পারে। হতেই পারে কেন বললাম, কারণ ওইসব গাড়ির দাম এমন আকাশছোঁয়া যে দাম শুনে মনে হতে পারে,এত দাম! আপনি ঠোঁট কামড়ে বলতেই পারেন, অসম্ভব। এত দাম হতেই পারে না। কিন্তু যে দামের কথা বলা হচ্ছে সেটা যে সত্যি, সেটা কিনতে গেলেই মালুম পাবেন। তেমনই চোখ ছানাবড়া করা দাম ঘড়ি, আসবাবের। দাম শুনে ভাবতেই পাবেন, এ জন্মে তো হল না, পরের জন্মে যদি সম্ভব হয়.....।   কিন্তু যদি বলা হয় একটি নেলপালিশের শিশির দাম এক কোটি টাকারও বেশি, তাহলে আপনি কেন বহু আচ্ছা আচ্ছা মানুষ ভিমরি খেয়ে যাবেন, এটা একেবার নিশ্চিত( Worlds Most Expensive Nail Police )।    নেল পালিশের দাম এক কোটি মানে এক কোটিই, আপনি ঠিকই পড়ছেন। এমন দমবন্ধ করা দাম ওই নেলপালিশটির। ব্ল্যাক ডায়মন্ড নেল পালিশের দাম ওর থেকে এক কানাকড়িও কম নয়। বিশ্বের সবচেয়ে দামি নেল পালিশের নাম অ্যাজাটিওর। আমেরিকার লস অ...

Eat Now Pay After Death : যত খুশি পিজা খান,দাম দেবেন মৃত্যুর পর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : যত খুশি পিজা খান,দাম দেবেন মৃত্যুর পর। চমকে যাওয়ার কোনও কারণ নেই। নির্ঘাত ভাবছেন এমনটা কখনও হয় নাকি! কিন্তু এমনটাই ঘটেছে নিউজিল্যান্ডে। বিক্রি বাড়াতে ও রেস্তোরাঁর সুনাম ছড়াতে খাবারের বড় বড় দোকানগুলি নানা কৌশল নিয়ে থাকে। বিশেষ করে প্রতিযোগীদের পেছনে ফেলতে তাদের বিভিন্ন স্কিম বহু ক্ষেত্রেই আলোড়ন ফেলে থাকে। বেশ আকর্ষণীয় সেই সব অফার, যাতে ক্রেতারা লুব্ধ হন। বেশির ভাগ ক্ষেত্রে সফলও হয়। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছে নিউজিল্যান্ডের একটি পিজা আউটলেট, যা চমকে যাওয়ার মতো। তারা ঘটা করে বিজ্ঞাপন দিয়ে জানিয়েছে আমৃত্যু তাদের দোকানের পিজা খান। জীবিত অবস্থায় একটা টাকাও দিতে হবে না। (Eat Now Pay After Death)  শুধু উইলে লিখে যাবেন পিজার দোকান তাঁর বাড়ি বা আত্মীয়দের কাছ থেকে দাম নিয়ে যাবে। হেলস পিজা কোম্পানির এহেন চমকে দেওয়া বিজ্ঞাপন দেখে মাথা ঘুরে গিয়েছে বহু মানুষের। ব্র্যান্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে ইতিমধ্যে ৬৬৬ জন গ্রাহককে এই অফার দেওয়া হয়েছে। তাঁরা মনের সুখে পিজা খান এবং আইনিভাবে চুক্তির মাধ্যমে জানিয়ে দেবেন যতদিন না মৃত্যু হচ্ছে,ততদিন টাকা মেটাতে হবে না...

Geeta Panchali-Sacred Hindu Book : গীতা পাঁচালি লিখে এবারের বইমেলায় চমক পরিচালক সন্দীপ ঘোষালের

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : কথায় বলে যিনি রান্না করেন, তিনি আবার চুলও বাঁধেন। বহু চর্চিত কথাটা যে বর্ণে বর্ণে সত্যি,এবারের বইমেলায় তা প্রমাণ করে দিয়েছেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ ঘোষাল। যাঁর “ আলোর ফুলকি ” স্বপ্ন দৈর্ঘ্যের ছবি ইতিমধ্যেই তাঁর ক্যারিশমা ছত্রে ছত্রে প্রমাণ করে দিয়েছেন তিনি। মিলেছে জাতীয়, আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার। ছবি তৈরির পাশাপাশি গীতার মতো হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থের প্রতিটি শব্দপুঞ্জকে পাঁচালির মতো করে লিখে এক মলাটে রেখেছেন, যা রীতিমতো বিস্ময়কর তো বটেই, সেইসঙ্গে কুর্নিশযোগ্য। এবং আশ্চর্যের কথা, একেবারে আগাগোড়া একবিন্দুও নষ্ট হয়নি আবহমানের বিরল মাধুর্য।    আবহমানের এই পবিত্র ধর্মগ্রন্থের আঠেরোটি অধ্যায়ের অসামান্য অনুবাদ করেছেন সন্দীপ। সোফেনেয়রা, ম্যাক্সমুলার, ঋষি অরবিন্দ,শঙ্করাচার্য। কিন্তু লেখা সাধারণের বোধগম্যের বাইরে থাকায় সেভাবে তা সঞ্চারিত হয়নি সর্বত্র। কিন্তু গীতা পাঁচালির রচয়িতা প্রাঞ্জলভাবে গীতার সারমর্মকে নিখুঁতভাবে উপলব্ধি করে তা সাধারণের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন। মূল্যবান বইটি প্রকাশ করেছেন দেব সাহিত্য কুটির। পাওয়া যাচ্ছে দেবসা...

Safety of Bank Locker : আপনার সম্পদ ব্যাঙ্কের লকারে কতটা সুরক্ষিত? কোন পরিস্থিতিতে মিলবে না ক্ষতিপূরণ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম  : বাড়িতে না রেখে সোনা,রূপো, নগদ টাকা সুরক্ষিত রাখতে ভারতের লক্ষ লক্ষ মানুষ সেগুলো ব্যাঙ্কের লকারেই রেখে থাকেন, যাতে তা নিরাপদে থাকে। ব্যাঙ্কের ভল্টগুলি তৈরি করা হয়ে উচ্চ মাত্রায় নিরাপদ ধাতু দিয়ে যাতে মূল্যবান জিনিসগুলি উপযুক্ত নিরাপত্তায় রেখে দেওয়া সম্ভব হয় (Bank locker Safety)। গ্রাহকেরাও শান্তিতে ঘুমোন সোনাদানা,টাকা পয়সা নিরাপদে আছে বলে। তবে চুরি, আগুন, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের মূল্যবান জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি কোনও গ্রাহকের মূল্যবান জিনিসগুলি ব্যাঙ্ক লকারে রাখার পর বন্যা , ভূমিকম্প, চুরি, দাঙ্গা, সন্ত্রাস হামলা বা গ্রাহকের অবহেলায় নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, সবাই আশা করেন এই ক্ষতি ব্যাঙ্কগুলিই পূরণ করবে। তারাই দায়িত্ব নেবে। কিন্তু ঘটনা তা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানাচ্ছে লকারে রাখা মূল্যবান সোনারূপো,টাকা পয়সার ব্যাপারে ব্যাঙ্ক কোনওভাবেই দায়ী থাকবে না। তবে আগুন, চুরি,ডাকাতি, ব্যাঙ্ক ভবনে ধস, বা ব্যাঙ্কের কোনও কর্মীর প্রতারণামূলক কাজকর্মে ব্যাঙ্কের দায়বদ্ধতা কেবল লকারের সারাবছরের ভাড়া একশো গুণের সমান ক্ষতিপূরণ হবে। ক...

RSS Partially Exploits Netaji Legacy : নেতাজির উত্তরাধিকার শোষণ করছে আরএসএস, একবছর আগেই সরব হন নেতাজি-কন্যা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম : এক বছর আগে কলকাতায় ঘটা করে নেতাজির জন্মদিন পালনের আগেই আরএসএসের উদ্যোগের সমালোচনায় সরব হলেন নেতাজি কন্যা অনীতা বসু পাফ । নেতাজি কন্যা আরএসএসের এই উদ্যোগকে দেশনায়কের উত্তরাধিকারকে আংশিকভাবে ( RSS Partially Exploits Netaji Legacy) শোষণের চেষ্টা বলে বর্ণনা করলেন । তাঁর বক্তব্য ধর্মনিরপেক্ষতা ও সংহতি নিয়ে দেশনায়কের আদর্শের ( The Ideology Of Netaji On Secularism) সঙ্গে সঙ্ঘ পরিবারের আদর্শ দুই মেরুতে অবস্থান করছে । আদর্শের প্রশ্নে অন্য দলগুলির তুলনায় কংগ্রেসের সঙ্গে নেতাজির আদর্শের মিল রয়েছে বলে জানিয়েছেন নেতাজি কন্যা। প্রসঙ্গত, গত বছর নেতাজির জন্মদিন ঘটা করে পালন করেছে আরএসএস। শহিদ মিনারের সামনে প্রকাশ্য সভায় আরএসএসের প্রধান মোহন ভাগবতের ভাষণ দেন। কিন্তু তার আগেই জার্মান থেকে ফোনে সঙ্ঘপরিবারের এই উদ্যোগের সমালোচনায় মুখর হন নেতাজি কন্যা।     অনীতার কথায়, নেতাজি যে সমস্ত ধর্মকে সমান শ্রদ্ধা জানানোর বার্তা দিয়েছিলেন, বিজেপি-আরএসএসের মধ্যে তা কোনওভাবেই প্রতিফলিত হতে দেখা যায় না। নেতাজি হিন্দু হলেও তিনি অন্য ধর্মকে শ্রদ্ধা করায় বিশ্বাস করতেন। বিভিন...

Wolf Spider Of Peru : পেরুর উলফ স্পাইডার, জানেন কি এর কামড় কতটা ভয়ঙ্কর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ছোট্ট একরত্তি মশা,মাকড়শা, পোকার ক্ষমতা কত, সে সম্পর্কে অনেকেরই কমবেশি জানা । অনে কের হয়তো মনে থাকতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রে এশিয়ান টাইগার নামে ছোট্ট এক মশার কামড়ে চোদ্দদিন কোমায় আক্রান্ত হয়েছিল এক তরুণ। এতেই ক্ষান্ত হয়নি দুর্ভাগ। তিরিশটি অস্ত্রোপচার করতে হয়েছিল তাকে। সারা শরীরে পচন ধরে যায় তার। তবে শেষপর্যন্ত প্রাণে বেঁচে যায় তরুণটি। এবারের ঘটনাটি ব্রিটেনের। সেখানকার কলিন ব্লেক নামে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে ফ্রান্সের মার্সেলেতে জাহাজে চেপে বেড়াতে গিয়েছিলেন। জাহাজে   হঠাৎ তিনি লক্ষ করেন তাঁর পায়ের পাতা ফুলে গিয়েছে। ঘটনাটির গুরুত্ব বুঝতে পেরে জাহাজের চিকিৎসককে বিষয়টি দেখান। পরীক্ষা করে চিকিৎসক জানান পেরুর উলফ স্পাইডার তাঁকে কামড়েছিল (Wolf Spider Of Peru)   এবং পায়ের পাতায় ডিম পেড়েছিল। সেই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন ব্লেক। ওষুধ খেয়ে বিষাক্ত মাকড়শার বিষ থেকে মুক্তি পান তিনি। মালবাহী জাহাজগুলির মাধ্যমে এসে ফ্রান্সে উলফ স্পাইডরেরা আস্তানা গেড়েছে।     ক্রামলিনটনের বাসিন্দা ব্লেক যখন স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাচ্ছিলেন,ত...

Biting Cold and Drinks : কনকনে ঠান্ডায় শরীর গরম রাখতে এই পানীয় খেতে পারেন

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   ঠান্ডায় সবাই একটু উষ্ণতার খোঁজ করবেন, এ আর নতুন কি। কখনও গরম চা বা কফি খেয়ে, মোটা সোয়েটার, জ্যাকেট শরীরের জড়িয়ে শীত উপভোগ করার অভ্যেস অনেকেরই আছে। কারণ বছরের প্রায় দুটো মাস শীতে (Cold) কেউ কেউ সহজেই কাবু হয়ে যান। তা-ও আপনাদের উত্তরভারতে কপাল জোরে যেতে হচ্ছে না। গেলে ভালোভাবে মালুম পেতেন ঠান্ডা কাকে বলে। খবরের কাগজ, টিভি বা সোশ্যাল মিডিয়ায় উত্তর ভারতের শীতে কাহিল (Biting Cold In North India) হওয়ার ছবি নিশ্চয়ই দেখেছেন। এই বাংলায় সেরকম শীত না হলেও যা আছে, সেটাও কম নয়। কলকাতাতেও বেশ কয়েকদিন সে চুটিয়ে ব্যাটিং করে।     তবে শীত উপভোগ (To Enjoy Winter) করতে গেলে মাঝেসাঝে শরীরটাকে উষ্ণ করাও দরকার। অনেকেরই আবার শীতটা বেশি। তা শীতে শরীরটাকে ( Hot Beverages In Winter) একটু গরম রাখতে গেলে নীচের পাঁচটি টিপস পরখ করে দেখতে পারেন। যেমন কফি বা কাশ্মীরি চা। কাশ্মীরি চা হল কাশ্মীরি সবুজ পাতা চা ফুটন্ত জলে ফেলে ভালো করে ফুটিয়ে নিন। তাতে ভাঙা বাদাম,কেশর,কাহোয়া মিশিয়ে দিন। এই মশলা মেশানো চা যেমন আপনাকে ভর শীতে চাঙ্গা করে তুলবে, তেমন নতুন ধরণে...