পোস্টগুলি

জানুয়ারি, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Budget 2024: রামমন্দিরের পর হিসেবি বাজেট, লোকসভা ভোটে জয়ের রাস্তা পাকা করে নিল বিজেপি

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: নজরে লোকসভা ভোট। আর তাতে চোখ রেখে প্রথমে বহু চর্চিত রামমন্দিরের উদ্বোধন, তারপরেই জনমনোরঞ্জনী অন্তর্বর্তী বাজেট। চব্বিশের ভোটে জয় সুনিশ্চিত করতে এবং ইন্ডিয়া জোটকে দুরমুশ করতে যা যা করণীয়, তা-ই করে ফেলল বিজেপি। এর আগে নীতিশের গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোয় বড়সড় ধাক্কা খেয়েছে বিরোধী জোট। সঙ্গে জোটসঙ্গী তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংঘাতের ফলে অ্যাডভান্টেজ বিজেপি তথা এনডিএ-র। এর আগে সারা দেশে রামকে অস্ত্র করে হোমওয়ার্ক তৈরি ফেলেছে মোদী-শাহের দল। এবারও উন্নয়ন,প্রগতিকে সেভাবে জোর না দিয়ে ধর্মপ্রাণ হিন্দুদের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে রাম মন্দির উদ্বোধন করে লোকসভায় জয়ের রাস্তা মোটামুটি পাকা করে নিয়েছেন তাঁরা। আর অন্তর্বর্তী বাজেটে আয়করে পরিবর্তন না ঘটিয়ে তুষ্টিকরণের রাজনীতি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোটামুটি সব দিকেই নজর রেখেই হিসেবি অন্তর্বর্তীকালীন বাজেট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

দিল্লিতে ফ্ল্যাটে আমন্ত্রণ জানিয়ে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি
দ্য বেঙ্গলি নিউজরুম: নিজের বন্ধুর বিরুদ্ধে তাঁর নিজের ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ করলেন বিগবসের প্রতিযোগী এবং টেলিভিশন অভিনেত্রী। দক্ষিণ দিল্লির ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই অভিনেত্রী। অভিযোগে জানানো হয়েছে গত বছর দক্ষিণ দিল্লির দেওলি রোডে ধর্ষণের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কারোকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। মুম্বইয়ের ওই টিভি অভিনেত্রী বিগবস রিয়েলিটি শোয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়ের পেশাতেও যুক্ত ছিলেন। অভিযোগে তিনি জানিয়েছেন তাঁর ওই বন্ধু তাঁকে আমন্ত্রণ জানিয়ে তার ফ্ল্যাটে খাবার ও পানীয় খেতে দেয়। অভিনেত্রীর অভিযোগ তাঁর বন্ধু তাঁকে মাদক মেশানো পানীয় খেতে দেওয়ার পরই ধর্ষণ করে। অভিযোগের ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Left Front Meeting: ব্রিগেডের ভিড়ের সুনামি, সিঁদূরে মেঘ দেখছে তৃণমূল-বিজেপি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : শাসকদল তৃণমূল কংগ্রেস আর বিজেপি। রবিবারে বিগ্রেডে ভরা সমাবেশ থেকে দুই দলকে বিঁধে লোকসভা ভোটে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে বামেরা। দীর্ঘ চৌত্রিশ বছর শাসনের পর বঙ্গের ক্ষমতা হাতছাড়া হয়েছে ২০১১-য়। এবার তাদের সেই হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে তারা.যাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস-বিজেপি। দুর্নীতি, কোটি কোটি টাকা চুরি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কামান দেগেছেন তরুণ বাম নেতারা। ভিড়ের বহরে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আলিমুদ্দিন, যাতে সিঁদূরে মেঘ দেখছে শাসকদল ও বিজেপি। কোটি কোটি টাকার দুর্নীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যের মানুষ ক্লান্ত। টিভি খুললেই কোটি কোটি টাকা চুরি, কাগজে কাগজে দুর্নীতির সাতকাহন। ফলে অনেকটাই জমি বামেদের পায়ের নীচে বলে করছে রাজনৈতিক মহল। যার ইঙ্গিত দিয়ে ব্রিগেডের জনপ্লাবন থেকে জোরালো ঘোষণা শোনা গিয়েছে ব্রিগেডে বামেদের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখে।  রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে। বামেরা প্রথম থেকেই মোদী-দিদি আঁতাঁতের অভিযোগ তুলে আসছে। ফলে...