Left Front Meeting: ব্রিগেডের ভিড়ের সুনামি, সিঁদূরে মেঘ দেখছে তৃণমূল-বিজেপি?

 

দি বেঙ্গলি নিউজরুম: শাসকদল তৃণমূল কংগ্রেস আর বিজেপি। রবিবারে বিগ্রেডে ভরা সমাবেশ থেকে দুই দলকে বিঁধে লোকসভা ভোটে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে বামেরা। দীর্ঘ চৌত্রিশ বছর শাসনের পর বঙ্গের ক্ষমতা হাতছাড়া হয়েছে ২০১১-য়। এবার তাদের সেই হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে তারা.যাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস-বিজেপি। দুর্নীতি, কোটি কোটি টাকা চুরি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কামান দেগেছেন তরুণ বাম নেতারা। ভিড়ের বহরে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আলিমুদ্দিন, যাতে সিঁদূরে মেঘ দেখছে শাসকদল ও বিজেপি। কোটি কোটি টাকার দুর্নীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যের মানুষ ক্লান্ত। টিভি খুললেই কোটি কোটি টাকা চুরি, কাগজে কাগজে দুর্নীতির সাতকাহন। ফলে অনেকটাই জমি বামেদের পায়ের নীচে বলে করছে রাজনৈতিক মহল। যার ইঙ্গিত দিয়ে ব্রিগেডের জনপ্লাবন থেকে জোরালো ঘোষণা শোনা গিয়েছে ব্রিগেডে বামেদের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখে। 


রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে। বামেরা প্রথম থেকেই মোদী-দিদি আঁতাঁতের অভিযোগ তুলে আসছে। ফলে রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির হানা নিয়েও তারা পারস্পরিক সমঝোতারও ইঙ্গিত করে এসেছে। এবার চব্বিশের লোকসভা ভোটের আগে মীনাক্ষীর গর্জনকে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে দিয়েছে বিগ্রেডের জনপ্লাবন। তবে একটি বিষয়ে ধন্দ থেকে গিয়েছে ব্রিগেডের জনপ্লাবন নিয়ে। মমতা তথা তৃণমূল কংগ্রেসের একাধিক প্রকল্পের সুযোগ পাওয়া বাংলার মানুষ বামেদের ক্ষমতায় এনে সেই সুযোগ হারাবে কিনা, সেটাই এখন লাখটাকার প্রশ্ন।
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!