Budget 2024: রামমন্দিরের পর হিসেবি বাজেট, লোকসভা ভোটে জয়ের রাস্তা পাকা করে নিল বিজেপি
দি বেঙ্গলি নিউজরুম: নজরে লোকসভা ভোট। আর তাতে চোখ রেখে প্রথমে বহু চর্চিত রামমন্দিরের উদ্বোধন, তারপরেই জনমনোরঞ্জনী অন্তর্বর্তী বাজেট। চব্বিশের ভোটে জয় সুনিশ্চিত করতে এবং ইন্ডিয়া জোটকে দুরমুশ করতে যা যা করণীয়, তা-ই করে ফেলল বিজেপি। এর আগে নীতিশের গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোয় বড়সড় ধাক্কা খেয়েছে বিরোধী জোট। সঙ্গে জোটসঙ্গী তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংঘাতের ফলে অ্যাডভান্টেজ বিজেপি তথা এনডিএ-র।
এর আগে সারা দেশে রামকে অস্ত্র করে হোমওয়ার্ক তৈরি ফেলেছে মোদী-শাহের দল। এবারও উন্নয়ন,প্রগতিকে সেভাবে জোর না দিয়ে ধর্মপ্রাণ হিন্দুদের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে রাম মন্দির উদ্বোধন করে লোকসভায় জয়ের রাস্তা মোটামুটি পাকা করে নিয়েছেন তাঁরা। আর অন্তর্বর্তী বাজেটে আয়করে পরিবর্তন না ঘটিয়ে তুষ্টিকরণের রাজনীতি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোটামুটি সব দিকেই নজর রেখেই হিসেবি অন্তর্বর্তীকালীন বাজেট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন