দিল্লিতে ফ্ল্যাটে আমন্ত্রণ জানিয়ে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ
দ্য বেঙ্গলি নিউজরুম: নিজের বন্ধুর বিরুদ্ধে তাঁর নিজের ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ করলেন বিগবসের প্রতিযোগী এবং টেলিভিশন অভিনেত্রী। দক্ষিণ দিল্লির ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই অভিনেত্রী।
অভিযোগে জানানো হয়েছে গত বছর দক্ষিণ দিল্লির দেওলি রোডে ধর্ষণের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কারোকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। মুম্বইয়ের ওই টিভি অভিনেত্রী বিগবস রিয়েলিটি শোয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়ের পেশাতেও যুক্ত ছিলেন। অভিযোগে তিনি জানিয়েছেন তাঁর ওই বন্ধু তাঁকে আমন্ত্রণ জানিয়ে তার ফ্ল্যাটে খাবার ও পানীয় খেতে দেয়। অভিনেত্রীর অভিযোগ তাঁর বন্ধু তাঁকে মাদক মেশানো পানীয় খেতে দেওয়ার পরই ধর্ষণ করে। অভিযোগের ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন