Loksabha Election Result : লোকসভা ভোটে অ্যাডভান্টেজ মোদী, কেন পিছিয়ে ইন্ডিয়া জোট?
দি বেঙ্গলি নিউজরুম: দিন কয়েক পরেই শুরু হচ্ছে লোকসভা ভোট। ভোট হবে ৫৪৩টি আসনে। ভোটের দিন ঘোষণার পর থেকেই প্রচারে কোমর বেঁধে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। মিছিল,বাড়িবাড়ি প্রচারের পাশাপাশি নির্বাচনে তাদের জেতানোর জন্য গলা ফাটাতে শুরু করেছেন প্রার্থীরা। বিজেপি এবারের লোকসভা ভোটে তিনশো সত্তর আসন পাবে বলে গোড়া থেকে বলে আসছে। তাঁদের জোট এনডিএ এবার চারশো আসন পার করবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিরোধীদের কোনও আমলই দিতে চাইছেন না তিনি। সমান তেজে একই দাবি করে চলেছেন পদ্মশিবিরের সেকেন্ড ইন কমান্ড অমিত শাহও। এমনকী ভোটকুশলী পিকেও দাবি করেছেন এবারের ভোটে বিজেপিই সংখ্যাগরিষ্ঠ হবে। ইন্ডিয়া জোট হালে পানি পাবে না।
সবমিলিয়ে অ্যাডভান্টেজ বিজেপি। একইসঙ্গে বিরোধী শাসিত রাজ্যগুলিতে চলছে এজেন্সি রাজের দাপট। ইতিমধ্যে জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া,বিআরএসের কে কবিতা। আর এরাজ্যে চাকরি দু্র্নীতি,গোরু পাচার, খাদ্য কেলেঙ্কারিতে জেলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তনমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়. খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, গোরু পাচারের মামলায় অনুব্রত মণ্ডলের মতো দাপুটে নেতা। বিজেপির এজেন্সি রাজ নিয়ে সরব হওয়া এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুহর্মূহু কামান দেগে চলেছেন মোদী, শাহ থেকে বিজেপির ছোট মেজো নেতারা। সিবিআই,ইডি, আয়কর দফতরের হানার মধ্যেই এবার হতে চলেছে লোকসভা ভোট। রাজনৈতিক মহলের ধারণা, এবারের ভোটে বিজেপির সঙ্গে টক্কর দেওয়া ইন্ডিয়া জোটের পক্ষে কোনওভাবেই সম্ভব হবে না। কারণ একাই তাদের দুরমুশ করে দেবেন নরেন্দ্র দামোদর মোদী। তবে সবকিছুই জানা যাবে ৪ জুন। যার প্রহর গোনা শুরু হয়েছে এখন থেকেই।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন