New strategy : ইডি-সিবিআই-এনআইএর অভিযান, এবারের ভোটে কি অন্য অঙ্ক পদ্মশিবিরের?

দি বেঙ্গলি নিউজরুম: লোকসভা ভোটের আগে কেন্দ্রের বিজেপি সরকার এবং এ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সংঘাত এমন জায়গায় পৌঁছতে চলেছে,তা নিয়ে রীতি উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে অন্যসব রাজ্য থাকতে বেছে বেছে এ রাজ্যকে কেন এত বেশি গুরুত্ব দিচ্ছেন মোদী-শাহ-নাড্ডারা। কয়েকদিন আগে এ রাজ্য ঘুরে যাওয়ার পর ফের রবিবার ভোটের প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী। এবং তৃণমূল কংগ্রসকে দুর্নীতি ইস্যুতে আক্রমণের পর আক্রমণ করে চলেছে মোদী। তবে কি এ রাজ্যকে বাড়তি গুরুত্ব দেওয়ার পেছনে গেরুয়া শিবিরের অন্য কোনও অঙ্ক রয়েছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে। ইতিমধ্যে সন্দেশখালিতে ইডির ওপর হামলার পর ভূপতিনগরে এনআইয়ের বিরুদ্ধে হামলার ঘটনা ঘটার পর দু পক্ষের মধ্যে সংঘাত চরম আকার নিতে চলেছে। যে এজেন্সি রাজ নিয়ে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আক্রমণকে আরও মারমুখি করে তুলেছেন। পাল্টা আসরে নেমেছেন স্বয়ং মোদী, দুপক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মারমুখি লড়াইয়ে অন্য কিছুর ইঙ্গিত পেতে শুরু করেছে রাজনৈতিক মহল। তবে কি এবার এ রাজ্য থেকে তৃণমূল কংগ্রসকে পুরোপুরি হটাতে কোনও মাস্টারপ্ল্যান নিতে চলেছে পদ্মশিবির। তবে ভোটের মুখে যুযুধান দুপক্ষের এমন মারমুখি ভাব আগের নির্বাচনগুলিতে দেখেননি বাংলার মানুষ বলে জানাচ্ছেন রাজনীতির কারবারিরা। ইতিমধ্যে ইডি-সিবিআই থেকে এনআইএ এই যুদ্ধে পদ্মশিবিরের পক্ষে সাথ দিতে শুরু করেছে,এমনটাই বারবার সামনে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই জেলে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, অন্যদিকে বিআরএসের কেসি রাওয়ের মেয়ে কবিতা এবং এ রাজ্যের তৃণমূলের প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডি সিবিআইয়ের হেফাজতে। লোকসভা ভোটে বিরোধীদের শিরদাঁড়া ভাঙতে আর কি কি পন্থা নিতে পারেন মোদী,শাহ, নাড্ডারা এবং পরিণতি কোনওদিকে যায়, তার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এ রাজ্যের আম-জনতা। অনেকেই পদ্মশিবিরের অঙ্ক কী, তা জানার জন্য উদ্বেল হয়ে রয়েছেন। সব মিলিয়ে এবারের লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেস তথা বিরোধীদের কাছে নিজেদের প্রমাণ হয়ে উঠতে চলেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!