Life Story-Prabhat Roy : চমকের পর চমক, প্রকাশিত হচ্ছে পরিচালক প্রভাত রায়ের জীবনী...
দি বেঙ্গলি নিউজরুম: প্রতিকার, লাঠি, শ্বেতপাথরের থালা থেকে সেদিন চৈত্রমাস, তুমি এলে তাই, শুধু একবার বলো, শুভদৃষ্টি, জিন্দেগি.... হিট ছবির শেষ নেই তালিকায়। দীর্ঘ খরার পর তাঁর এক একটা ছবি রীতিমতো হাইভোল্টেজ ঝাঁকুনি দিয়েছিল ঝিমুনি ধরা আপামর বাঙালি দর্শকদের। সত্যজিৎ, মৃণাল, তপন সিনহার পর নতুন করে দর্শকদের মনন-মেধায় রক্তসঞ্চালন ঘটানো চিত্রপরিচালক প্রভাত রায়ের ছবি তৈরির ইতিহাসের ইতিবৃত্ত নিয়ে এবার প্রকাশিত হতে চলেছে “ক্ল্যাপস্টিক” নামে বই। আগামী চৌঠা আগস্ট প্রকাশিত হতে চলেছে বইটি। কীভাবে এক স্বপ্নবান তরুণ একজন নামী পরিচালক হয়ে উঠলেন, তারই খুঁটিনাটি অভিজ্ঞতার সন্ধান মিলবে বইটির পাতায় পাতায়। রয়েছে তাঁর পরিচালক হয়ে ওঠার লড়াইয়ে স্ত্রী জয়শ্রীর ভূমিকা থেকে শুরু করে পরিচালনার নানা ঘাত-প্রতিঘাতের বিবরণ মিলবে বইটিতে। যশস্বী পরিচালকের মেয়ে একতা ভট্টাচার্যের উদ্যোগে প্রকাশিত হতে চলেছে বইটি। সাধ্যের মধ্যেই দাম রাখা হয়েছে। আগ্রহীরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বইটি পেতে পারেন 9674480588।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন