NDA Government At Stake? আগস্টেই কি এনডিএ সরকার পড়ে যাচ্ছে?
দি বেঙ্গলি নিউজরুম: ক্রমশ পিছিয়ে যাচ্ছে বিজেপি। রামমন্দিরকে সামনে রেখে লোকসভায় চারশো পারের স্লোগান দিয়েও কোনওরকমে টেনটুনে পাশ করেছে তারা। সাড়ে তিন হাজার টাকা কোটি খরচ করে রামমন্দির তৈরি করেও রামের জন্মভূমিতেই হেরে গিয়েছে গেরুয়া শিবির। হাতছাড়া হয়েছে উত্তরপ্রদেশও। লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শরিকদের কাঁধে ভর দিয়ে সরকার গড়তে হয়েছে। ক্ষমতায় আসার পর নিট-ইউজি কেলেঙ্কারি থেকে বেকারত্ব ইস্যুতে হিমশিম খেতে হচ্ছে মোদী সরকারকে। এমনকী সাত রাজ্যের উপনির্বাচনেও ভরাডুবি হয়েছে তাদের। যা থেকে ইঙ্গিত মিলেছে আগামী দিনে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। এরই মধ্যে লালুপ্রসাদ যাদবের মতো পোড়খাওয়া নেতা দাবি করেছেন আগস্ট মাসেই এনডিএ সরকার পড়ে যাবে। সরকার পড়ে যাওয়ার দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কেননা গোটা দেশে ইন্ডিয়া জোটের গ্রহণযোগ্যতা যেভাবে বাড়তে চলেছে, তাতে লালু-মমতার এনডিএ সরকার পড়ে যাওয়ার দাবি মান্যতা পেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সংসদের অধিবেশনে মুহূর্মুহু আক্রমণের মুখে রীতিমতো বিধ্বস্ত দেখিয়েছে মোদী- শাহের দলকে। বেকারত্ব নিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন চার বছরে আশি কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করেছে এনডিএ সরকার। কিন্তু প্রশ্ন, যদি সত্যি তাই হয়, তাহলে দেশে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা বেকারত্ব কেন প্রতিমুহূর্তে দেশের মানুষকে তাড়া করে মারছে? রাজনৈতিক মহলের ধারণা, নীতীশকুমারই হয়তো পেছন থেকে ছুরি মারতে পারে গেরুয়া শিবিরকে। লোকসভার অধ্যক্ষ পদ নিয়ে টিডিপির নাছোড়বান্দা মনোভাব আগামী দিনে মোদী-শাহদের বিপাকে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
চূড়ান্ত মুহূর্তে নীতীশকুমারের ডিগবাজি মোদী-শাহের রাতের ঘুম কেড়ে নিতে পারে মনে করছে রাজনৈতিক মহল। এর আগে বিহারে বিজেপির সঙ্গে দোস্তিতে ছেদ টেনে সরকার চালিয়েছিল নীতীশকুমারের দল। এসব কথা মনে রেখেই কি আগস্টে সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন পোড়খাওয়া ঝানু রাজনীতিক লালুপ্রসাদ যাদব?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন