Death In China For Covid19 Increasing : গত একমাসে চিনে কোভিডে মৃত ষাট হাজার, বেজিংয়ের লুকোছাপা এড়িয়ে ঘোষণা সেদেশের জাতীয় স্বাস্থ্য কমিশনের

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কোভিড সন্ত্রাস থেকে রেহাই মিলেছে বলে বিশ্বের বিভিন্ন দেশে যখন গা ছাড়া ভাব দেখা দিয়েছে,তখনই আতঙ্ক ছড়ানো খবর এল চিন থেকে। সেদেশের ন্যাশনাল হেল্থ কমিশন (National Health Commission) বেজিংয়ে (Beijing) এক সাংবাদিক বৈঠকে জানাল গত ডিসেম্বরের আট তারিখ থেকে জানুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ষাট হাজার মানুষের (Death In China For Covid19 Increasing)। এবং এই মৃত্যুর ঘটনাগুলি ঘটেছে সেখানকার মানুষজনের চাপে কোভিড শূন্য নীতি (Withdrawal Of Zero Covid19 Policy) তুলে নেওয়ার পরেই। কোভিডে মৃত্যু নিয়ে তারা প্রকৃত তথ্য জানাচ্ছে না বলে সারা বিশ্বের সমালোচনার মুখে পড়েছে বেজিং। কিন্তু চিনের স্বাস্থ্য অধিকর্তা উল্টো দিকে হেঁটে জানিয়েছেন কোভিড-জ্বর ও জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তির ঘটনা প্রচণ্ড বেড়ে গিয়েছে। 


তবে হাসপাতালে কোভিড আক্রান্তদের সংখ্যা কমতে শুরু করেছে। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রোস আধেনম ইতিমধ্যেই চিন সরকারের প্রশাসনের সঙ্গে কথা বলেছেন এবং সেদেশে কোভিডের সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে তথ্য জানানোয় তাদের ধন্যবাদ জানিয়েছেন। কোভিড পরিস্থিতি ক্রমাগত জটিল হওয়ায় বেজিংকে আরও তথ্য জানাতে বলেছেন তিনি। প্রসঙ্গত, যতদিন চিনে কঠোর শূন্য কোভিড নীতি জারি ছিল এবং দেশের বহু অংশে লকডাউন ছিল,ততদিন সেভাবে হামলা চালাতে পারেনি মারণ ভাইরাস। কিন্তু গত মাসের শুরুতে শূন্য কোভিড নীতি তুলে নেওয়ার পরই ব্যাপক হারে সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু বাড়তে থাকে। সংখ্যাটা এত বেশি যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়। শনিবার সেদেশের ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে হাসপাতালেই ষাট হাজারের মতো মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কোভিড সংক্রমণে শ্বাসযন্ত্র বিকল হওয়ায় মারা গিয়েছেন ৫,৫০৩জন। অন্যদিকে কোভিড-সহ অন্যান্য অসুখে অসুস্থ হয়ে মারা যান ৫৪,৪৩৫জন। তারা জানিয়েছে কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের সঙ্গে যাঁরা বাড়িতে মারা গিয়েছেন,তাঁদের সংখ্যা আলাদা।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!