Noro Virus: কেরলে নোরো-ভাইরাসের হানা, হাসপাতালে ভর্তি উনিশ শিশু পড়ুয়া ,সতর্কতা জারি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পেটের অসুখ, বমি বমি ভাব আর পেটে অসম্ভব ব্যথা। নোরো ভাইরাস (Noro Virus) নামে এই উপসর্গে আক্রান্ত কেরলের কাক্কানাডের একটি স্কুলের ১৯টি পড়ুয়া (19 Child Students Affected)। আক্রান্ত কয়েকজন অভিভাবকও। আক্রান্ত ক্লাস ওয়ান ও ক্লাস টুয়ের তিন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন। শুধু ওই স্কুলই নয়, গোটা জেলায় মোট বাষট্টিজন পড়ুয়া ও বেশ কয়েক অভিভাবকের মধ্যে এই নোরোভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ (Symptom) দেখা দিয়েছে। ফলে উদ্বেগে প্রশাসন। আক্রান্তদের নমুনা স্টেট পাবলিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত অফলাইন ক্লাসের বদলে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত অফলাইন ক্লাস বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য দফতর জানিয়েছে নোরোভাইরাস দূষিত জল ও খাবারের মাধ্যমে হানা দিয়ে থাকে। এই রোগ অতিমাত্রায় সংক্রামক এবং সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার আর্জি জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, নোরোভাইরাস একটি ভাইরাল রোগ। এই ভাইরাসের আক্রমণের ফলে অ্যাকিউট গ্যাস্ট্রো এনেটেরোলজির উপসর্গ দেখা দেয়। যেমন এই ভাইরাসের হামলার ফলে প্রচণ্ড পেট খারাপ ও বমিভাব দেখা যায়। এদিকে কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে আক্রান্ত শিশুরা ভালোই রয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই স্কুল ঘুরে দেখেছেন এবং স্কুলটি আপাতত বন্ধ রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার জানিয়েছেন তাঁরা অনলাইনে শিশু ও অভিভাবকদের অ্যাওয়ারনেস সেশন চালু করেছেন। ক্লাসরুম ও টয়লেট ভালোভাবে পরিষ্কার করা হয়েছে।
জানা গিয়েছে নোরো ভাইরাস দূষিত খাবার ও দূষিত জল
এবং মাটি থেকে সংক্রামিত হয়। প্রাথমিক লক্ষণ হিসেবে বমি, পেটখারা, মাথা ও শরীরে
ব্যথা দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের সিডিসি জানিয়েছে নোরো ভাইরাসের কারণে
পেট বা বৃহদন্ত্রে জ্বালা শুরু হয়। এটিকে অ্যাকিউট গ্যাসট্রোএনেটেরোলজি বলা হয়।
নোরো ভাইরাসে আক্রান্ত হওয়ার ১২ থেকে ৪৮ ঘণ্টা পর উপসর্গ দেখা যায়। অধিকাংশ
মানুষ এক থেকে তিন দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন