Two Woman Police Beaten Old Teacher: সাইকেল থেকে পড়ে যাওয়ার অপরাধে বিহারে বৃদ্ধ শিক্ষককে বেধড়ক মার দুই মহিলা কনস্টেবলের!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: চোখে দেখা যায় না এই দৃশ্য (Unbearable Scene)! কিন্তু আপনি দেখতে পারুন না পারুন,এমন শিউরে ওঠা ঘটনা ঘটেছে বিহারে (Bihar)। যে ঘটনায় অভিযুক্ত বিহার পুলিশ। আর এই ঘটনাটি ঘটিয়েছেন বিহার পুলিশের দুই মহিলা কনস্টেবল (Two Woman Police Mercilessly Beaten Old Teacher)। তবে ঠিক কখন ঘটনাটি ঘটেছে,তার সঠিক সময় জানা যায়নি। টুইটারে ঘটনার ভিডিওটি পোস্ট করেছেন এক সাংবাদিক। ভিডিওয় দেখা গিয়েছে প্রকাশ্য দিবালোকে দিনের ব্যস্ত সময়ে এক বৃদ্ধকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করছেন দুই মহিলা কনস্টেবল। একবার নয়, একাধিকবার হাতে ধরা লাঠি দিয়ে মেরে চলেছেন ওই দুই মহিলা পুলিশ। মারের হাত থেকে নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করে চলেছেন।


আশ্চর্যের ব্যাপার বৃদ্ধকে যখন ওই দুই মহিলা পুলিশ বেধড়ক মেরে চলেছেন,তখন আশপাশে অনেকেই যাতায়াত করলেও তাঁকে কেউ বাঁচাতে আসেনি। বাধা দেয়নি ওই দুই মহিলা পুলিশকেও। তারা ঘটনাটি দেখেও না দেখার ভাণ করে চলে গিয়েছে। টুইটারে ভিডিওটি পোস্ট করে সাংবাদিক লিখেছেন দুই মহিলা পুলিশের হাতে মার খাওয়া ওই বৃদ্ধের নাম পাণ্ডেজি। তিনি কাইমুর এলাকায় একটি বেসরকারি স্কুলে বহু বছর ধরে পড়ান। তাঁর একমাত্র অপরাধ তিনি সাইকেল চালাতে চালাতে মাটিতে পড়ে গিয়েছেন। সেই অপরাধে তাঁকে বেদম মারধর করে ওই দুই মহিলা পুলিশ। এটা লঘু পাপে গুরুদণ্ডের সামিল। ভিডিওটি বিহার পুলিশের হ্যান্ডেলে ট্যাগ করে ওই সাংবাদিক লিখেছেন ওই বৃদ্ধ মানুষটি যদি কিছু ভুল করেই থাকেন, সেই অপরাধ কিন্তু বড় কিছু নয়। তাঁকে পশুর মতো মারধর করল ওই দুই মহিলা পুলিশ। এটা কোন ধরণের নীতি, কেমন শাসনব্যবস্থা
?যদিও এই খবর লেখা পর্যন্ত বিহার পুলিশের তরফ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানা গিয়েছে।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!