Threat To Stop Singing Bhajana: মন্দিরে ভজন বন্ধ না করলে ফল হবে ভয়াবহ, কানাডায় রামমন্দিরে কালি মাখানোর পর এবার অস্ট্রেলিয়ায় হুমকি খালিস্তানিদের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : বুধবার কানাডায় রামমন্দিরে কালি মাখানোর ( Defaced Ram Temple In Canada) পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কালীমন্দিরে ভজন গান (Threat To Stop Singing Bhajana) বন্ধ না করলে ফল ভয়ঙ্কর হবে (Would Face Dire Consequences) বলে ফোনে অজ্ঞাতপরিচয়ের হুমকি। এই ঘটনার পেছনেও খালিস্তানি উগ্রপন্থীদের (Khalisthani Terrorists) হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। কালীমন্দিরের পুরোহিত স্থানীয় প্রচার মাধ্যমকে জানিয়েছেন ফোনে ভজন বন্ধ করার হুমকি শুনে তিনি তাকে বলেন এটি হিন্দু দেবী মাকালীর মন্দির। এমনকী গুরু গোবিন্দ সিং এখানে প্রার্থনা করতেন। কেন এখানে ঝামেলা করা হচ্ছে! ফোনের ওপার থেকে তাঁকে বলা হয় তার দায়িত্ব হল ভয়ঙ্কর ফল নিয়ে হুঁশিয়ারি দেওয়া। গত বুধবারই কানাডার মিসিসাগুয়ায় রামমন্দিরে কালি মাখিয়ে মন্দিরের দেওয়ালে ভারতবিরোধী বিভিন্ন আপত্তিকর কথা লেখা হয়। এই ঘটনায় প্রবল প্রতিক্রিয়া দেখা যায়। তারপর টরন্টোয় নিযুক্ত ভারতের কনসুলেট জেনারেল এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি টুইট করে জানিয়েছেন মিসিসাগুয়ায় রামমন্দিরে কালি মাখিয়ে ভারত-বিরোধী দেওয়াল লিখনের তীব্র নিন্...