Threat To Stop Singing Bhajana: মন্দিরে ভজন বন্ধ না করলে ফল হবে ভয়াবহ, কানাডায় রামমন্দিরে কালি মাখানোর পর এবার অস্ট্রেলিয়ায় হুমকি খালিস্তানিদের
তারপর টরন্টোয়
নিযুক্ত ভারতের কনসুলেট জেনারেল এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তিনি টুইট করে জানিয়েছেন মিসিসাগুয়ায় রামমন্দিরে কালি মাখিয়ে ভারত-বিরোধী দেওয়াল
লিখনের তীব্র নিন্দা করা হচ্ছে। কানাডা সরকারকে এই ঘটনার তদন্ত করার অনুরোধ করা
হচ্ছে এবং যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার দাবি করা হচ্ছে। যদিও কানাডায় হিন্দু
মন্দিরে এটি প্রথম নয়। এর আগে মন্দিরে কালি লেপে ভারত বিরোধী লেখা হয়। গত
জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে কালি লেপা ও ভারত বিরোধী
বিদ্বেষমূলক দেওয়াল লিখনের ঘটনায় ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এমনকী গত
পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় এক রাতের মধ্যে ১৪টি হিন্দু মন্দিরে হামলা
চালায় একদল দুষ্কৃতী। উপজিলা পূজা সেলিব্রেশন কাউন্সিলের সাধারণ সম্পাদক জানান
বেশকিছু বিগ্রহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনও কোনও মূর্তি পুকুরে ফেলে দেওয়া
হয়। অতীতেও বাংলাদেশে হিন্দুমন্দিরে হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানেও হিন্দুমন্দির
ভেঙে ফেলার ঘটনার কথা জানা গিয়েছিল। বিদেশে মন্দিরের ওপর এমন হামলার ঘটনায়
রীতিমতো উদ্বিগ্ন হিন্দুরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন