Threat To Stop Singing Bhajana: মন্দিরে ভজন বন্ধ না করলে ফল হবে ভয়াবহ, কানাডায় রামমন্দিরে কালি মাখানোর পর এবার অস্ট্রেলিয়ায় হুমকি খালিস্তানিদের

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বুধবার কানাডায় রামমন্দিরে কালি মাখানোর (Defaced Ram Temple In Canada) পর এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে কালীমন্দিরে ভজন গান (Threat To Stop Singing Bhajana) বন্ধ না করলে ফল ভয়ঙ্কর হবে (Would Face Dire Consequences)বলে ফোনে অজ্ঞাতপরিচয়ের হুমকি। এই ঘটনার পেছনেও খালিস্তানি উগ্রপন্থীদের (Khalisthani Terrorists) হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। কালীমন্দিরের পুরোহিত স্থানীয় প্রচার মাধ্যমকে জানিয়েছেন ফোনে ভজন বন্ধ করার হুমকি শুনে তিনি তাকে বলেন এটি হিন্দু দেবী মাকালীর মন্দির। এমনকী গুরু গোবিন্দ সিং এখানে প্রার্থনা করতেন। কেন এখানে ঝামেলা করা হচ্ছে! ফোনের ওপার থেকে তাঁকে বলা হয় তার দায়িত্ব হল ভয়ঙ্কর ফল নিয়ে হুঁশিয়ারি দেওয়া। গত বুধবারই কানাডার মিসিসাগুয়ায় রামমন্দিরে কালি মাখিয়ে মন্দিরের দেওয়ালে ভারতবিরোধী বিভিন্ন আপত্তিকর কথা লেখা হয়। এই ঘটনায় প্রবল প্রতিক্রিয়া দেখা যায়।


তারপর টরন্টোয় নিযুক্ত ভারতের কনসুলেট জেনারেল এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তিনি টুইট করে জানিয়েছেন মিসিসাগুয়ায় রামমন্দিরে কালি মাখিয়ে ভারত-বিরোধী দেওয়াল লিখনের তীব্র নিন্দা করা হচ্ছে। কানাডা সরকারকে এই ঘটনার তদন্ত করার অনুরোধ করা হচ্ছে এবং যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় তার দাবি করা হচ্ছে। যদিও কানাডায় হিন্দু মন্দিরে এটি প্রথম নয়। এর আগে মন্দিরে কালি লেপে ভারত বিরোধী লেখা হয়। গত জানুয়ারি মাসে কানাডার ব্রাম্পটনে একটি হিন্দু মন্দিরে কালি লেপা ও ভারত বিরোধী বিদ্বেষমূলক দেওয়াল লিখনের ঘটনায় ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এমনকী গত পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় এক রাতের মধ্যে ১৪টি হিন্দু মন্দিরে হামলা চালায় একদল দুষ্কৃতী। উপজিলা পূজা সেলিব্রেশন কাউন্সিলের সাধারণ সম্পাদক জানান বেশকিছু বিগ্রহ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোনও কোনও মূর্তি পুকুরে ফেলে দেওয়া হয়। অতীতেও বাংলাদেশে হিন্দুমন্দিরে হামলার ঘটনা ঘটেছে। পাকিস্তানেও হিন্দুমন্দির ভেঙে ফেলার ঘটনার কথা জানা গিয়েছিল। বিদেশে মন্দিরের ওপর এমন হামলার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন হিন্দুরা।    


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!