Minority Hindu Woman In Pakistan : নজির গড়ে পাকিস্তানে প্রশাসনিক পদে প্রথম হিন্দু মহিলা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পাকিস্তানের ইতিহাসে সম্ভবত প্রথম। সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে নিন্দা-প্রতিবাদের মধ্যেই পাকিস্তানের পঞ্জাব প্রদেশে এই প্রথম প্রশাসনিক পদে নিযুক্ত হলেন এক হিন্দু মহিলা (Minority Hindu Woman In Pakistan)। তিনি পঞ্জাব প্রদেশের হাসানাবদালের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের পদে নিযুক্ত হয়েছেন (She Was Appointed As Assistant Commissioner)। সানা রামচাঁদ গুলওয়ানি নামে সাতাশ বছরের নব নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার বড় হয়েছেন সিন্ধ প্রদেশের শিকারপুর। বাবা মা চেয়েছিলেন ফেডারেল পাবলিক সার্ভিস কমিশনে নাম নথিভুক্ত করার আগে মেয়ে চিকিৎসক হোন। সেইমতো তিনি মেডিকেল গ্র্যাজুয়েট হন। ২০২০ সালে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রথম হিন্দু মহিলা হিসেবে সেদেশের প্রশাসনিক পদে নিযুক্ত হলেন সানা। গত সপ্তাহে তিনি হাসানাবদাল শহরের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব নেন ।
প্রথম চেষ্টায়
সানা পরীক্ষায় উত্তীর্ণ হন। ২০১৬ সালে শাহিদ মোহতার্মা বেনজির ভুট্টো মেডিকেল ইউনিভার্সিটি
থেকে এমবিবিএস হন। ইউরোলজিস্ট হিসেবে ডিগ্রি লাভ করেন। সানা জানান তিনি প্রথম
কিনা, তা তাঁর জানা নেই। তবে হিন্দু সম্প্রদায়ের কোনও মহিলা পরীক্ষায় বসেছিলেন
কিনা, তা কখনও শোনেননি। প্রসঙ্গত, পাকিস্তানে বৃহত্তম সংখ্যালঘু হিসেবে হিন্দুরা
রয়েছে। সিন্ধ প্রদেশে হিন্দু জনসংখ্যার অধিকাংশই বাস করেন এবং সেখানকার মুসলিমদের
সঙ্গে তাঁরা সংস্কৃতি, ঐতিহ্য ও ভাষা বিনিয়ম করে থাকেন।
.png)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন