Type Two Diabetes Risk: ভিটামিন ডি-তেই কমবে টাইপ টু- ডায়াবেটিস? মার্কিনি সমীক্ষায় আশার আলো

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : ডায়াবেটিস (Type Two Diabetes) নিয়ে সবাই-ই কমবেশি চিন্তিত। সারা পৃথিবীতে দিন দিন বাড়ছে ডায়াবেটিস নিয়ে চিন্তিত। এই রোগের কুফল নিয়েও এতদিনে সবার জানা হয়ে গিয়েছে। এই উদ্বেগের মধ্যে ডায়াবেটিস টাইপ টু-র সম্ভাব্য হামলা ঠেকানোর সুলুকসন্ধান নিয়ে আশার বাণী শোনাল এক সমীক্ষা। ভিটামিন ডি হল ফ্যাট সলুবেল ভিটামিন এবং কিছু খাবারে তা পাওয়া যায় সাপ্লিমেন্ট হিসেবে বা যখন সূর্যের তাপে মানুষের শরীরে অতি বেগনে রশ্মি তৈরি হয়,তখন তা ডায়াবেটিস টু প্রতিরোধে সহায়ক হয়ে ওঠে (Type Two Diabetes Risk)। মানুষের শরীরে ভিটামিন ডি-র একাধিক কার্যকলাপ দেখা যায় (Vitamin-D May Reduce)। ইনসুলিন তৈরি ও গ্লুকোজ মেটাবলিজমে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে।


পর্যবেক্ষণ ভিত্তিক সমীক্ষায় দেখা গিয়েছে রক্তে কম পরিমাণে ভিটামিন ডি ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে। আমেরিকার টাফট মেডিকেল সেন্টারের গবেষকদের একটি দল তিনটি ক্লিনিকাল ট্রায়াল ও পর্যালোচনার ব্যবস্থা এবং মেটা অ্যানালাইসিস করে ডায়াবেটিসের ঝুঁকির ক্ষেত্রে ভিটামিন ডি-এর প্রভাব তুলনা করে দেখেছেন। সেই পরীক্ষায় গবেষকরা দেখেছেন তিন বছরের বেশি ফলো আপ করার সময়ে ২২.৭ শতাংশ প্রাপ্তবয়স্ক, যাঁরা ভিটামিন ডি গ্রহণ করেছেন তাঁদের মধ্যে নতুন করে ডায়াবেটিস দেখা দিয়েছে। আর যাঁরা ডায়াবেটিসের ওষুধ বলে অন্যকিছু খেয়েছেন,তাঁদের মধ্যে ডায়াবেটিস দেখা দিয়েছে। মোট পনেরো শতাংশের মধ্যে কম ঝুঁকি দেখা গিয়েছে। গবেষকদের পরামর্শ উচ্চমাত্রায় ভিটামিন ডি গ্রহণ করলে ডায়াবেটিস-টুয়ের ঝুঁকি থাকার সম্ভাবনা কমে যেতে পারে।
  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!