Bride Appeared Exam In Wedding Dress : বিয়ের দিন কনের সাজে পরীক্ষা ছাত্রীর, ভাইরাল ভিডিও!

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিয়ের সানাই বাজছে বাড়িতে। সেখানে পুরোদমে চলছে বিয়ের অনুষ্ঠান। লোকজন,প্যান্ডেল বাঁধা নিয়ে তোড়জোড়, ক্যাটারিংয়ের লোকজন,অতিথিরা আসতে শুরু করেছেন। আর মুখে পুরোদস্তুর মেকআপ লাগিয়ে কনে বিয়ের পোশাক আর একগাদা গয়না পরে সোজা চলে এসেছেন পরীক্ষা হলে (Bride Appeared Exam In Wedding Dress)। সেখানে বিয়ের হলুদ বেনারসি পরে পরীক্ষা দিতে বসেছেন কনে। তবে বিয়ের শাড়ি পরলেও গায়ে চাপিয়েছেন ছোট্ট কোট। প্রশ্নপত্র দেখে শুরু করে দিয়েছেন লেখালেখি। যদিও তাঁর সহ পরীক্ষার্থীরা তাঁর এমন পোশাক, গয়না পরা কনে-সাজে পরীক্ষা দেওয়া নিয়ে মুখ টেপাটেপি করে হাসছেন। কনের নাম শ্রীলক্ষ্মী অনিল। কেরলের বেথানি নবজীবন কলেজে ফিজিওথেরাপি নিয়ে পড়াশোনা করেন (Physiotherapy Student)। তাঁর বিয়ের সাজে পরীক্ষা দেওয়ার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিওয় ক্যাপশন দেওয়া হয়েছে মেডিকোস লাইফ#ফিজিওথেরাপি এগজাম অ্যান্ড ওয়েডিং ইন ওয়ানডে।



 আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে বিয়ের সাজ পরা কনে শ্রীলক্ষ্মী হলে আসার আগে প্র্যাকটিকাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে। কনে পরীক্ষার হলে আসার পর এক বন্ধু তাঁর শাড়ির প্লেট ঠিক করে দিচ্ছেন। আরেকজন গলায় স্টেথোস্কোপ পরিয়ে দিচ্ছেন। পরীক্ষা দেওয়ার পর মাকে জড়িয়ে দেখতে দেখা যায় কনেকে। ভিডিও দুটি পোস্ট হওয়ার পর এক লক্ষ তিপ্পান্ন হাজার লাইকস পেয়েছে। কমেন্ট সেকশনে লাভস্ট্রাক ইমোজি দিয়ে শুধুই প্রশংসা ও তাঁর উৎসাহ নিয়ে নানারকম প্রশস্তিসূচক মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন তিনি পুরো ব্যাপারটা হৃদয়ঙ্গম করতে পেরেছেন। তাঁর বিয়েও পরীক্ষার কাছাকাছি সময়ে হয়েছিল। বিয়ের তিনদিন আগে পরীক্ষা দিয়েছিলেন। একজন কনের এমন উৎসর্গী ব্যাপার দেখে খুশি চেপে রাখতে পারেননি।   


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!