BJP Muslim Candidate: লোকসভা ভোটে বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকায় একমাত্র মুসলিম প্রার্থী, কে তিনি?
ে
দি বেঙ্গলি নিউজরুম: চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় একমাত্র তিনি মুসলমান প্রার্থী। ২০২১ সালে অবশ্য কেরলের নেমোন কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তিনি। তবে এবার তাঁকে লোকসভা ভোটে মালাপুরম কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। নাম আবদুল সালাম। জন্ম ত্রিপুরে। সালটা ছিল ২০১৯ সাল। সে বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত সালাম ১৫৩টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।
ছাপা হয়েছে ১৫টি লেখা এবং ১৩টি বায়োলজিকাল সায়েন্সের ওপর বই। কালিকট বিশ্ববিদ্যালয়ে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব সামলেছেন। লাইভ হিন্দুস্থান রিপোর্টের তথ্য মোতাবেক তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬.৪৭ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। আসন্ন লোকসভা ভোট গেরুয়া শিবিরের প্রথম প্রার্থী তালিকার মধ্যে কেরলের রয়েছেন ১২জন প্রার্থী। অন্যদিকে এ রাজ্য থেকে ২০জনকে রাজ্যসভায় সদস্যকে পাঠিয়েছে পদ্মশিবির। নামী অভিনেতা সুরেশ গোপীকে ত্রিশুর কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন