Sekh Shahjahan Custody: কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে লড়াইয়ে হার মানল রাজ্য, সিবিআই হেফাজতে শেখ শাহজাহান,

দি বেঙ্গলি নিউজরুম: শেখ শাহজাহানের হেফাজত নিয়ে সিবিআই-রাজ্যের দড়ি টানাটানির খেলায় শেষপর্যন্ত জয় হল সিবিআইয়ের। বুধবার বিকেলে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ক্যালকাটা হাইকোর্ট সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডা শাহজাহানকে তদন্তের জন্য কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে সমস্ত মামলার নথি তুলে দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ ছিল শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে রাজ্য। যদিও সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি খারিজ হয়ে যায়। যার ফলে শেখ শাহজাহানকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। গতকাল সিবিআইয়ের অফিসাররা পুলিশের সদর দফতরে পৌঁছলে তাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ আসা পর্যন্ত সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডাকে পুলিশের হেফাজতে রাখা হবে। রাজ্যের এহেন ঘটনায় বিরক্ত হাইকোর্ট এদিন সওয়া চারটে পর্যন্ত সময়সীমার কথা জানায়। এই ঘটনায় হাইকোর্ট প্রধান বিচারপতির নির্দেশ অমান্য করার মতো গুরুতর বিষয়টিকে তুলে ধরে। হাইকোর্ট জানায় সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেনি। শেখ শাহজাহানকে বিকেল সওয়া চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস নেতাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া নিয়ে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় আদালত অবমাননার নোটিস জারি করা হয়েছে। সিআইডিকে দু সপ্তাহের মধ্যে হলফনামা পেশেরও নির্দেশ দিয়েছে আদালত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!